Quadruplets Child Birth: চিকিৎসক বলেছিলেন ৩ সন্তান সঙ্গীতার গর্ভে, কিন্তু সিজারের সময় এ কী দেখলেন চিকিৎসক! বাগনানে বিরল কাণ্ড

Last Updated:

Quadruplets Child Birth: একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন বাঙালি মা! শুক্রবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে বাগনানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সঙ্গীতা অধিকারী। ওই দিন বিকেল ৪ঃ৪৮ মিনিট থেকে পরপর চার সন্তানের জন্ম দেন।

ছবি সৌজন্যেঃ এআই।
ছবি সৌজন্যেঃ এআই।
হাওড়া: একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন বাঙালি মা! শুক্রবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে বাগনানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সঙ্গীতা অধিকারী। ওই দিন বিকেল ৪ঃ৪৮ মিনিট থেকে পরপর চার সন্তানের জন্ম দেন তিনি। তাদের মধ্যে তিন কন্যা এবং এক পুত্র সন্তান। গর্ভে তিন সন্তান রয়েছে, তা চিকিৎসক আগেই জানিয়েছিলেন। তবে এদিন পরপর চার সন্তানের জন্ম হয়।
হাওড়া বাগনান থানার অন্তর্গত বীরকুলের বাসিন্দা কাত্তিক অধিকারী স্ত্রী সঙ্গীতা অধিকারী। শনিবার দুপুর দু’টো নাগাদ, প্রসব যন্ত্রনা নিয়ে বাগনান ১ নং বিডিও অফিস সংলগ্ন বাগনান সানফ্লাওয়ার হসপিটাল অ্যান্ড আই কেয়ারে ভর্তি হন। শুক্রবার ঠিক বিকেল ৪.৪৮ মিনিট নাগাদ প্রথম সন্তানের জন্ম দেন। দ্বিতীয় সন্তান ৪.৫১ মিনিটে, তৃতীয় সন্তান ৪.৫৫ মিনিটে এবং চতুর্থ সন্তানের ৪.৫৬ মিনিটে জন্ম হয়।
advertisement
আরও পড়ুনঃ মুখ, ঘাড়, চোয়াল, দাঁতের ‘এই’ পরিবর্তনগুলি লক্ষ্য করেছেন? নির্ঘাত থাবা বসাচ্ছে মুখের ক্যানসার! এগুলিই প্রাথমিক লক্ষণ, জেনে সাবধান হন
শিশুদের ওজন ৫৩০ গ্রাম, ৫৯০ গ্রাম, ৬৩০ গ্রাম এবং ৭৫০ গ্রাম। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্তানেরা প্রি-ম্যাচিওর অর্থাৎ সময়ের আগে সাত মাসে জন্মগ্রহণ করেছে, যে কারণে আরও চিকিৎসার প্রয়োজন। ওই বেসরকারি হাসপাতাল থেকে তৎক্ষণাৎ কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে স্থানান্তরিত করা হয় চার শিশুকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে আচমকা ব্রেক…! ট্র্যাকে ৪ ঘণ্টা থমকে রইল জানকি এক্সপ্রেস! দুই কাকের ‘মহান’ কীর্তিতে ঘুম উড়ল রেলকর্তাদের
বাগনানের হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসক ডাঃ অভিজিৎ মজুমদারের অধীনে জন্মগ্রহণ করে চার শিশু। মা সংগীতা অধিকার সুস্থ রয়েছেন। সঙ্গীতাকে শনিবার বাড়ি ছেড়ে দেওয়া হতে পারে। তবে মায়ের মন খারাপ শিশুদের কোলে না পেয়ে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Quadruplets Child Birth: চিকিৎসক বলেছিলেন ৩ সন্তান সঙ্গীতার গর্ভে, কিন্তু সিজারের সময় এ কী দেখলেন চিকিৎসক! বাগনানে বিরল কাণ্ড
Next Article
advertisement
India vs Bangladesh: ২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন
২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন
  • ছন্নছাড়া ফুটবল, স্ট্রাইকারদের ব্যর্থতা

  • ২২ বছর পর বাংলাদেশের কাছে লজ্জার হার ভারতের

  • ১-০ গোলে হার ভারতের

VIEW MORE
advertisement
advertisement