TRENDING:

মরণফাঁদ পুরুলিয়ার মানবাজার! পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত তিন! 

Last Updated:

দুর্ঘটনায় পথের বলি তিন।সোমবার মানবাজার থানার রড়পুল গ্রামের অদূরে মানবাজার-পায়রাচালি রাজ্য সড়কের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবকের মৃতদেহ উদ্ধার করল মানবাজার থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু দাস, পুরুলিয়া: পথ দুর্ঘটনা কমাতে পুরুলিয়া জেলা পুলিশ একাধিক পদক্ষেপ নিলেও পথ দুর্ঘটনা রোধ করা কোনও মতেই সম্ভব হচ্ছে না। পুরুলিয়ার মানবাজার মহকুমা এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। আর একই দিনে পর পর তিন জনের মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল  মানবাজার এলাকাজুড়ে।
মানবাজারে পথ দুর্ঘটনা
মানবাজারে পথ দুর্ঘটনা
advertisement

জানা যায়, সোমবার মানবাজার থানার রড়পুল গ্রামের অদূরে মানবাজার-পায়রাচালি রাজ্য সড়কের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবকের মৃতদেহ উদ্ধার করে মানবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম বাসুদেব বাউরি (২৩)। বাড়ি মানবাজারের বাসুডি গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান কোনও অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বাসুদেবের।

আরও পড়ুন: এলোপাথাড়ি কোপ, রক্তে ভেসে গিয়েছে গোটা ঘর! ভাইপোকে কেন কুপিয়ে খুন করল কাকা?

advertisement

অন্যদিকে রবিবার রাত্রে পুঞ্চা থানার দামোদরপুর গ্রামে রাজ্য সড়কের উপর ট্রাক্টরের সঙ্গে বাইকের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সী ঝাড়খন্ড রাজ্যের এক যুবকের। পুঞ্চা থানার পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম অশোক কুমার মাঝি। বাড়ি ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংঘভূমে।

View More

আরও পড়ুন: SIR ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়ে যা বললেন, বাংলা তোলপাড়…!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অপরদিকে মানবাজার থানার জবলা গ্রামে মানবজার-পুরুলিয়া রাজ্য সড়কের উপর অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় সোমবার মৃত্যু হল এক বৃদ্ধের। স্থানীয় পথ চলতি মানুষজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে ওই বৃদ্ধের রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। মানবাজার থানার পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই বৃদ্ধের নাম বিশ্বনাথ মাহাতো, বাড়ি মানবাজারে। মানবাজার মহকুমা এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মরণফাঁদ পুরুলিয়ার মানবাজার! পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত তিন! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল