TRENDING:

Madhyamgram Snacks Stall: মধ্যমগ্রামে দুই প্রজন্ম ধরে চলছে এই চপের দোকান, সন্ধ্যা হলেই উপচে পড়ে ভিড়

Last Updated:

Madhyamgram Snacks Stall: ৪৫ বছরের প্রসিদ্ধ মধ্যমগ্রামের মুখোরোচক চপের দোকানে আজও মেলে স্বল্পমূল্যে সুস্বাদু চপ, সন্ধ্যে হলেই লাইন পড়ে ক্রেতাদের, দুই পুরুষ ধরে চলছে দোকান 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মধ্যমগ্রাম : সান্ধ্য আহারে চপ-মুড়ি বাঙালির প্রিয় খাবারের মধ্যে অন্যতম । নানা ধরনের মুখরোচক চপের পসরা সাজিয়ে বিভিন্ন জায়গায় দোকানদারদের দেখা মিললেও, মধ্যমগ্রামবাসীদের কাছে চপের জন্য প্রসিদ্ধ স্টেশন রোডের সমীরের দোকান । প্রায় ৪৫ বছরের এই ছোট্ট দোকানটি দুই পুরুষ ধরে চালাচ্ছে রাহা পরিবার। মধ্যমগ্রাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ওঠার মুখেই বাঁদিকে চোখে পড়বে এই দোকান। চপের জন্য বিকেলের পর থেকেই ভিড় লেগে থাকে দোকানের চারপাশে।
advertisement

ফুলকপি থেকে আমের চপ, ফুলুরি থেকে মোগলাই চপ-সহ প্রায় ২০ রকমের খাবার পাওয়া যায় এই দোকানে ৷ জানালেন দোকান মালিক সমীর রাহা । দুপুরের পর থেকেই এই মুখরোচক এর দোকানে শুরু হয় প্রস্তুতি । স্টেশন এলাকা দিয়ে যাতায়াত করা নিত্যযাত্রীদের প্রায় প্রত্যেকেই কোনও না কোনওদিন মুখে তুলেছেন এই প্রসিদ্ধ দোকানের চপ । সন্ধ্যা হলেই থরে থরে সাজানো নানা চপ বিক্রি হয়ে যায় মুহূর্তেই । আট থেকে আশি সকলের চাহিদা মতো ভিড় সামাল দিয়ে হাসিমুখে চপ বিক্রি করতে দেখা যায় দোকানের কর্ণধার সমীর রাহাকে । তাঁকে সাহায্য করতে বর্তমানে দোকানে রয়েছেন আরও দু’জন কর্মচারী।

advertisement

আরও পড়ুন : স্বপ্ন বিজ্ঞানে উচ্চশিক্ষা, মাধ্যমিকের মেধাতালিকায় ৩ কৃতীর জন্য গর্বিত তমলুক

আরও পড়ুন : টালির ঘরে পান্তাভাত খেয়েই বিদেশ থেকে স্বর্ণপদক আনতে মরিয়া দুই সন্তানের মা

গরম গরম তেলেভাজা খেতে বিকেলের পর থেকেই ভিড় জমে যায় দোকানের সামনে। মূল্যবৃদ্ধির বাজারে এখনও এই দোকানে মাত্র পাঁচ টাকায় বিক্রি হয় চপ। পাশে আরও দু-একটি নতুন দোকান হলেও, প্রায় আটটা সাড়ে আটটার মধ্যেই শেষ হয়ে যায় সমীরবাবুর দোকানের চপ। সাধ্যের মধ্যে সুস্বাদু এই চপ মধ্যমগ্রামবাসীদের খুবই জনপ্রিয়। এই দোকানের চপ চেখে দেখতে চাইলে আপনাকেও আসতে হবে মধ্যমগ্রামের স্টেশন রোডের সমীর বাবুর মুখরোচক এর দোকানে। তবে জলদি না এলে কিন্তু পস্তাতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

(প্রতিবেদক - রুদ্র নারায়ণ রায়)

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamgram Snacks Stall: মধ্যমগ্রামে দুই প্রজন্ম ধরে চলছে এই চপের দোকান, সন্ধ্যা হলেই উপচে পড়ে ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল