Madhyamik Results 2022: স্বপ্ন বিজ্ঞান শাখায় উচ্চশিক্ষা, মাধ্যমিকের মেধাতালিকায় ৩ কৃতীর জন্য গর্বিত তমলুক

Last Updated:

Madhyamik Results 2022: তিন কৃতী ছাত্র-ছাত্রী মেধা তালিকায় স্থান পাওয়া যায় স্বাভাবিকভাবেই খুশি তমলুক শহরের বাসিন্দারা।

+
তিন

তিন কৃতী ছাত্র-ছাত্রী মেধা তালিকায় স্থান পাওয়া যায় স্বাভাবিকভাবেই খুশি তমলুক শহরের বাসিন্দারা

তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের তিন কৃতী ছাত্রছাত্রী এ বারের মাধ্যমিকের মেধাতালিকায় স্থান দখল করল। পর পর কয়েক বছর মাধ্যমিক পরীক্ষায় সামগ্রিক সফলতার নিরিখে পূর্ব মেদিনীপুর জেলা অন্যান্য জেলার চেয়ে অনেক এগিয়ে। ২০২২ এর মাধ্যমিকের ফল ঘোষণা হওয়ার পর তার ব্যতিক্রম হল না। এ বারও সফলতার হারের নিরিখে পূর্ব মেদিনীপুর জেলা শীর্ষে রয়েছে। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার সফলতার হার ৯৭.৬৩ শতাংশ।
শুধু সফলতার হারের নিরিখে শীর্ষ নয়,  পূর্ব মেদিনীপুর জেলায় ১৬ জন কৃতী ছাত্র-ছাত্রী বিভিন্ন স্কুল থেকে রাজ্যের মাধ্যমিক মেধা তালিকায় স্থান পেয়েছে। সেই মেধাতালিকায় তমলুক শহরের তিন জন কৃতী ছাত্র-ছাত্রী রয়েছে। তমলুকের দুটি স্বনামধন্য স্কুল হ্যামিল্টন হাই স্কুল এবং রাজকুমারী সান্ত্বনাময়ী গার্লস স্কুল থেকে মেধাতালিকায় স্থান করেছে। মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী তমলুক হ্যামিল্টন হাই স্কুল এর দু'জন কৃতী ছাত্র৷
advertisement
advertisement
আরও পড়ুন : বাবা নিখোঁজ সান্দাকফুতে, মাধ্যমিকের রেজাল্ট হাতে কেঁদেই চলেছে অস্মিতা
শৌনক প্রামাণিক ও আলেখ্য বর এবং রাজকুমারী সান্ত্বনাময়ী গার্লস স্কুলে কৃতী ছাত্রী তন্নিষ্ঠা দাস ৬৮৪ নম্বর পেয়ে দশম স্থান দখল করেছে। উল্লেখ্য তমলুক হ্যামিল্টন হাই স্কুল থেকে ২৪৮ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ২৪৮ জন পাশ করেছে। এবং রাজকুমারী  সান্ত্বনাময়ী গার্লস স্কুল থেকে ২৪৭ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, ২৪৭ জন ছাত্রী পাশ করেছে। মেধাতালিকায় স্থান পাওয়া আলেখ্য বর জানান,  ‘‘প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করতাম। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই।’’  আর এক কৃতী ছাত্র শৌনক প্রামাণিক জানায়,  ‘‘ পড়াশোনার বিষয়ে মা সবসময় সাহায্য করেছেন। প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা পড়াশোনা করতাম।’’ রাজকুমারী সান্ত্বনাময়ী গার্লস স্কুলের কৃতী ছাত্রী তন্নিষ্ঠা দাস জানান,  ‘‘পড়াশোনার বিষয়ে বাড়ির সবাই সাহায্য করেছে। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই।’’ তিন কৃতী ছাত্র-ছাত্রী মেধা তালিকায় স্থান পাওয়া যায় স্বাভাবিকভাবেই খুশি তমলুক শহরের বাসিন্দারা।
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Madhyamik Results 2022: স্বপ্ন বিজ্ঞান শাখায় উচ্চশিক্ষা, মাধ্যমিকের মেধাতালিকায় ৩ কৃতীর জন্য গর্বিত তমলুক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement