TRENDING:

Hooghly News: নামের ফলক উধাও! শ্রীরামপুরের ডেনিশ সমাধি সৌধগুলি কার, চেনা দায়

Last Updated:

শ্রীরামপুরে ১৭৫৫-১৮৪৫ পর্যন্ত তৎকালীন ফ্রেডরিক্সনগর ডেনিশদের অন্তর্গত ছিল। ফ্রেডরিকনগর ছেড়ে ডেনিশরা চলে গেছে অনেক দিন, তবে রয়ে গেছে তাদের সেই সময় তাদের স্থাপত্যের নিদর্শন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: হুগলির অন্যতম প্রাচীন একটি শহর শ্রীরামপুর। যেখানে একসময় দাপিয়ে বাণিজ্য করে গেছে ডেনিশরা ১৭৫৫-১৮৪৫ পর্যন্ত তৎকালীন ফ্রেডরিক্সনগর ডেনিশদের অন্তর্গত ছিল। ফ্রেডরিকনগর ছেড়ে ডেনিশরা চলে গিয়েছে অনেক দিন, তবে রয়ে গেছে তাদের সেই সময় তাদের স্থাপত্যের নিদর্শন। এমনই একটি জায়গা ডক্টর টিপি ভট্টাচার্য স্ট্রিটের ডেনিশ গোরস্থান। যেখানে রয়েছে মোট ৬১ টি ডেনিশ দেহাবশেষ। কিন্তু দুই তিনটি সমাধি সৌধে ফলক লাগানো থাকলেও বেশিরভাগ সমাধির ফলক উধাও।
advertisement

বর্তমানে এই ডেনিশ সমাধি সৌধটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভের আওতায় আসার পর নতুন করে জায়গাটি সংস্কার হয়েছে বছর দুয়েক আগে। ভগ্নপ্রায় দশা থেকে চেহারায় ফিরেছে সমাধি সৌধগুলি। তবে তাদের নামের ফলক তা এখনও সঠিকভাবে না পাওয়ার কারণে বসেনি এমনটাই যাচ্ছেন সেখানে কর্মরত আর্কিওলজিক্যাল সার্ভের অফ ইন্ডিয়ার এক কর্মচারী।

advertisement

আরও পড়ুনMadan Bari Rash Mela: রঙিন সাজে মদন মোহন বাড়ি, রাত পোহালেই রাস ‌যাত্রা! দেখুন ছবি

এই বিষয়ে আর্কিওলজিক্যাল সার্ভের অফ ইন্ডিয়ার এক কর্মী শিবু পাত্র যিনি গোরস্থানটি রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব রয়েছেন তিনি বলেন, এএসআই এর আওতায় আসার পর নতুন করে সংস্কার হয়েছে। বিভিন্ন জায়গায় ফলোক লাগানোর জন্য জায়গাও রাখা হয়েছে ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি সেই কাজ করবে। তবে তাদের হাতে আসার আগেই অনেক ফলক ছিল না। কিছু ফলক রিস্টোর করা গিয়েছে। কিছু করার কাজ চলছে। খুব শীগ্রই সেই কাজ সম্পন্ন হবে।

advertisement

View More

আরও পড়ুনRecruitment at IIT: চাকরি খুঁজছেন? মোটা বেতনের চাকরির সুযোগ IIT-তে

ফলক না থাকার ফলে গোরস্থানে কোন সমাধিটি কোন মানুষের তা চেনা দায় হয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে। ডেনিশ কর্নেল কেফ্লিং, গভর্ণর হেলেনবার্গর মতন ডেনিশ সমাধিতে আর কে কে ছিলেন তা জনা দায় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে।

আরও খারাপ অবস্থায় রয়েছে স্বয়ং উইলিয়াম কেরি। বন জঙ্গলে ভরে গিয়েছে কালিতলা ব্রজতত্ত্ব লেনের উইলিয়াম কেরির সমাধিক্ষেত্র। এই জায়গাটি বর্তমানে শ্রীরামপুর কলেজের তত্ত্বাবধানে রয়েছে। সব মিলিয়ে ফ্রড্রিক নগরের ডেনিশ ভূতেরা এখন পড়েছেন আইডেন্টিটি ক্রাইসিসে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: নামের ফলক উধাও! শ্রীরামপুরের ডেনিশ সমাধি সৌধগুলি কার, চেনা দায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল