জানা গিয়েছে, গতকাল গরু বোঝাই ট্রাকগুলি রাজনগর হাট থেকে গরু নিয়ে আসছিল। সেইসময় দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুরের সিনেমা হল রাস্তায় গরু বোঝাই ট্রাক আটক করে।
আরও পড়ুন: কয়লা ও গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, রাজ্য পুলিশের সমস্ত মামলার তথ্য নিল ইডি
আটক করার পর তল্লাশিতে দেখা যায়, একটা গাড়িতে ৩১টি গরু ছিল। যেটা রাজনগর থেকে ইলামবাজার যাচ্ছিল। অন্য গাড়িতে ছিল ২১টি গরু। যেটা রাজনগর থেকে দুবরাজপুরের যশপুর গ্রামের দিকে যাচ্ছিল। দুটি গাড়ি একসঙ্গে আসছিল। দুবরাজপুরের সিনেমা হল রাস্তায় পুলিশ দুটি গাড়িকে একসঙ্গে আটক করে।
advertisement
আরও পড়ুন: ১৫০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ২০ কোটি উদ্ধার, আমির খান-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!
জানা গিয়েছে, দুবরাজপুর থানার পুলিশ খতিয়ে দেখছে গরুগুলি কোথা থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2022 10:49 AM IST