কয়লা ও গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, রাজ্য পুলিশের সমস্ত মামলার তথ্য নিল ইডি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Coal Scam | Cow Smuggling Case: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হুসেনকে জেরা করতে ইডি টিম আসানসোল সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চলেছে।
#কলকাতা: কয়লা ও গরু পাচার নিয়ে রাজ্য পুলিশে দায়ের হওয়া সমস্ত মামলার তথ্য হাতে নিল ইডি। ইডি সূত্রে খবর, কয়লা ও গরু পাচার মামলায় তাদের করা ইসিআইআর-এ যুক্ত করা হয়েছে সমস্ত নথি ও তথ্য। কয়লা পাচারে ইডির অভিযোগ নামা ECIR HIU/17/2020। গরু পাচারে অভিযোগনামা KLZO/41/2020।
এই দুই অভিযোগনামার সঙ্গে রাজ্য পুলিশের থেকে নেওয়া সমস্ত নথি যুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হুসেনকে জেরা করতে ইডি টিম আসানসোল সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চলেছে। ইডি এর আগে এ বিষয়ে আবেদন করেছিল আদালতের কাছে। সেই অনুসারে শুক্রবার সায়গলকে জেলে গিয়ে জেরা করতে চলেছে ইডি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, আসানসোল জেলে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে গরু পাচার মামলায় ইডি হেফাজতে ছিলেন এনামুল হক। এবার সেই এনামুলের তিন ভাইপোও সিআইডি-র স্ক্যানারে পড়েছিল। সূত্রের খবর, এনামুলের তিন ভাইপোর ১২টি কোম্পানির হদিশ পেয়েছে সিআইডি। বেন্টিঙ্ক স্ট্রিটে তল্লাশিতে সেই সমস্ত সংস্থার নথিও উদ্ধার হয়েছে বলে সিআইডি সূত্রে খবর।
advertisement
সূত্রের খবর, এনামুল গ্রেফতার হওয়ার পর এই সমস্ত সংস্থা থেকে বিপুল টাকা সরানো হয়েছে। সেই টাকা বাংলাদেশ ও ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) পাঠানো হয়েছে বলেও সূত্রের দাবি। দুই দেশে বেনামে ব্যবসা চলছে বলেও মনে করছেন তদন্তকারীরা।
advertisement
এই গরু পাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। চার বছর আগে বিশু শেখের সিন্ডিকেটের নাম উঠে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এরপরই সেই সিন্ডিকেটের মাথার খোঁজে নেমে এনামুল হকের খোঁজ পান তদন্তকারীরা। ২০১৮ সালের মার্চ মাসে গ্রেফতার করা হয় এনামুলকে। সেই প্রথম সামনে আসে গরু পাচারের রমরমার বিষয়টি। প্রাথমিক তদন্ত শুরু করে সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2022 10:29 AM IST