অন্যদিকে সঞ্জয় বিশ্বাস( ৫০)-এর বাড়ি নদীয়ার তেহট্টে। সঞ্জয় বিশ্বাস ছিলেন ডাক বিভাগের পরিবহনকারী কন্টেনারের ড্রাইভার আর গৌতম পাল ছিলেন মেল গার্ড।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
পুলিশসূত্রে জানা যায়, ডাক বিভাগের কন্টেনারটি ডাক নিয়ে কলকাতা হেড অফিস থেকে বর্ধমান হয়ে আসানসোল যাচ্ছিল। গলসীর গলিগ্রামের কাছে ১৯ নং জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গ্যাসবাহী গাড়িতে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় ডাক বিভাগের কন্টেনারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাককর্মী গৌতম পাল ও সঞ্জয় বিশ্বাসের। সঞ্জয় বিশ্বাসই গাড়িটি চালাচ্ছিলেন।ঘটনাস্থলে পৌঁছে গলসী থানার পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায়।
advertisement
গৌতম পালের প্রতিবেশী বিধান দাস জানান, গৌতম পাল কলকাতার হেড পোস্ট অফিসের কর্মরত ছিলেন। কালকে রাত্রে আটটার সময় বেরিয়ে চিঠিপত্র নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। হঠাৎ করে আমার আজকে সকালের দিকে জানতে পারি অ্যাক্সিডেন্ট হয়েছে। গলসি এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে।