এই প্রতিযোগিতাতেই বড়সড় সাফল্য অর্জন করেছে পূর্ব বর্ধমানের প্রতিযোগীরা। বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল বলেন, “আমরা খুবই খুশি এবং আনন্দিত যে এত ভাল ফল হয়েছে। এখান যারা নির্বাচিত হয়েছে তারা প্রত্যেকেই অফিসিয়াল রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।”
চলতি ইংরেজি মাসের ৫ এবং ৬ এপ্রিল ২০২৫ তারিখে এই প্রতিযোগিতা হয়েছিল। উক্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল হাওড়ার আলামোহন দাস ইনডোর স্টেডিয়ামে। রাজ্যের একাধিক জেলার প্রায় দেড়হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
advertisement
আরও পড়ুন- ৭টি প্ল্যাটফর্ম, হাজার হাজার যাত্রীর আনাগোনা! মসাগ্রাম স্টেশনে বড় সমস্যা টিকিট বুকিং
পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ২৫ জন অংশগ্রহণ করেছিল এবং তারা মোট ৪০ টি পদক যার মধ্যে ১৪ টি সোনা, ৫ টি রুপো ও ২১ টি ব্রোঞ্জ জয়লাভ করেছে। উল্লেখযোগ্যভাবে মেঘনা রায়, অয়নতিকা সাহা, বৈদ্যুতি মন্ডল, শ্রেয়সী ঘোষ, সাকিব আঞ্জুম শেখ , সোহান মুখার্জ্জী, সৌগত সিংহ সহ আরও অনেকেই প্রতিযোগিতায় ভাল ফল করেছে।এই প্রতিযোগিতায় যারা পদক পেয়েছে তারা আগামী দিনে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
পূর্ব বর্ধমান থেকে এই প্রতিযোগিতায় রেনসি দেবাশীষ কুমার মন্ডল ও সেনসেই ইতু ব্যানার্জ্জী বিচারক হিসেবে এবং সেনসেই অমিত পোদ্দার কোচ হিসেবে যোগদান করেছিল।জেলা ক্যারাটে খেলোয়াড়দের এই সাফল্যের খবরে সকলেই খুব খুশি ও আনন্দিত।
বনোয়ারীলাল চৌধুরী