Masagram Junction: ৭টি প্ল্যাটফর্ম, হাজার হাজার যাত্রীর আনাগোনা! চাহিদা বাড়লেও মসাগ্রাম স্টেশনে বড় সমস্যা টিকিট বুকিং
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
মসাগ্ৰাম জংশন রেল স্টেশনে একটি মাত্র টিকিট কাউন্টার। যে কারণে আরও একটি টিকিট কাউন্টারের দাবি যাত্রীদের। হাওড়া বর্ধমান কর্ডলাইন শাখার অন্য ব্যস্ততম জংশন রেলস্টেশন মসাগ্রাম জংশন রেল স্টেশন।
পূর্ব বর্ধমান: মসাগ্ৰাম জংশন রেল স্টেশনে একটি মাত্র টিকিট কাউন্টার। যে কারণে আরও একটি টিকিট কাউন্টারের দাবি যাত্রীদের। হাওড়া বর্ধমান কর্ডলাইন শাখার অন্য ব্যস্ততম জংশন রেলস্টেশন মসাগ্রাম জংশন রেল স্টেশন। পূর্ব বর্ধমানের একমাত্র স্টেশন, যে রেলস্টেশনে আর কিছুদিনের মধ্যেই সংযুক্তিকরণ করা হবে হাওড়া, বাঁকুড়া ভায়া মসাগ্রাম রেল স্টেশনে। বর্তমানে মসাগ্রাম থেকে ছাড়ে বাঁকুড়া লোকাল। রেল স্টেশনে মোট সাতটি প্ল্যাটফর্ম রয়েছে, প্রত্যেকদিন যাত্রীরা কলকাতা থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় কর্মসূত্রে যান এই জংশন রেলস্টেশন থেকে।
কিন্তু এই জংশন রেল স্টেশনের পশ্চিম দিকে রয়েছে একটি মাত্র টিকিট কাউন্টার। আর এই একটা টিকিট কাউন্টার থাকার কারণেই যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। এই বিষয়ে এক ব্যক্তি বলেন, “আমাদের খুবই অসুবিধা হয়। সবথেকে বেশি অসুবিধা বয়স্ক মানুষদের। আরও একটা টিকিট কাউন্টার হলে খুবই সুবিধা হয়।”
advertisement
advertisement
স্টেশনের পূর্ব দিকে প্রায় আট থেকে দশটি গ্রাম রয়েছে, ওই এলাকার মানুষরা এই স্টেশন ব্যবহার করে যাতায়াত করেন। নিত্যযাত্রীদের অভিযোগ পূর্ব পাড়ের মানুষদের টিকিট কাটতে বিরাট উঁচু সিঁড়ি পেরিয়ে পশ্চিম পাড়ে গিয়ে টিকিট কেটে আবার অপর পাড়ে পূর্ব দিকে ফিরতে হয়। বয়স্ক বা দুর্বল ব্যক্তিরা অত উচু সিঁড়ি পেরিয়ে, টিকিট কাটতে যেতে খুবই অসুবিধার মধ্যে পড়েন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়া কেউ যদি ভাবেন গাড়ি করে উল্টো পাড়ে গিয়ে টিকিট কাটবেন, তাহলে তাকে দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। যেখানে রয়েছে রেলগেট, যে গেট পড়লে প্রায় ৩০ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের যা অত্যন্ত সময় সাপেক্ষ একটা ব্যাপার। তাই নিত্যযাত্রীদের দাবি, মসাগ্রাম রেলস্টেশনে পূর্ব পাড়ে একটি টিকিট কাউন্টার করা হোক। পাশাপাশি যদি প্ল্যাটফর্মগুলিতে এস্কেলেটরের ব্যবস্থা করা হয় তাহলে অনেকটাই সমস্যার সমাধান হবে নিত্যযাত্রীদের।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 4:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Masagram Junction: ৭টি প্ল্যাটফর্ম, হাজার হাজার যাত্রীর আনাগোনা! চাহিদা বাড়লেও মসাগ্রাম স্টেশনে বড় সমস্যা টিকিট বুকিং