ভারতীয় জল সীমানা থেকে একটি বাংলাদেশি ট্রলার-সহ ১৩ জন মৎস্যজীবীকে আটক করেছে উপকূল রক্ষী বাহিনী। বৃহস্পতিবার ওই ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে।
advertisement
বুধবার সকালে গভীর সমুদ্রে মায়ের দয়া নামক একটি ট্রলারকে মাছ ধরতে দেখে উপকূল রক্ষী বাহিনীর সন্দেহ হয়। এরপরই তাঁরা ওই ট্রলারের মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁদের কাছে থাকা বাংলাদেশের নথিপত্র দেখে উপকূল রক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করে। ওই ট্রলারে মোট ১৩ জন মৎস্যজীবী ছিলেন।
আরও পড়ুনঃ হঠাৎই ধ্বংসাত্মক ভাঙন শুরু! চোখের সামনে পদ্মা গর্ভে তলিয়ে যাচ্ছে সর্বস্ব! ভিডিও দেখলে আঁতকে উঠবেন
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ট্রলারের মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরছিলেন। উপকূল রক্ষী বাহিনীকে দেখার পরই তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তাদের ঘিরে ফেলে। এরপরই জিজ্ঞাসাবাদের পর ট্রলারের মৎস্যজীবীদের আটক করা হয়। এদিন সন্ধ্যাতেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আটক হওয়া মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেয়। বর্তমানে আটক হওয়া মৎস্যজীবীরা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় রয়েছেন।