TRENDING:

1.7 Inch Durga Idol: লক্ষ্মীর হাতে দুর্গার প্রতিমা! সংসার সামলে ১.৭ ইঞ্চির দশভূজা গড়ে তাক লাগালেন বাঁকুড়ার গৃহবধূ

Last Updated:

1.7 Inch Durga Idol: মাটি নয়, সর কাঠি দিয়ে মাত্র ১.৭ ইঞ্চি মাপের দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি। যার ওজন মাত্র ১৫ গ্রাম। বাঁকুড়ার অর্পিতা সরকার তাঁর নিখুঁত হাতে ফুটিয়ে তুলেছেন মা দুর্গার সম্পূর্ণ পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া সদর, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: মা আসছেন, আর তার আগে বাড়ির লক্ষ্মীর হাতে গড়ে উঠছে মা দুর্গা। দেবীপক্ষের সূচনা হতে আর মাত্র কয়েকটা দিন। শেষ মুহূর্তের প্রস্তুতি কিছুটা গতি পেয়েছে বৃষ্টি না হওয়ার কারণে। সেই কারণেই সংসারের ব্যস্ততা সামলে বাঁকুড়া শহরের এক গৃহবধূ দুর্গার একটি মৌলিক প্রতিমা তৈরি করে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তাক লাগিয়েছেন।
advertisement

মাটি নয়, সর কাঠি দিয়ে মাত্র ১.৭ ইঞ্চি মাপের দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি। যার ওজন মাত্র ১৫ গ্রাম। অর্পিতা সরকার তাঁর নিখুঁত হাতে ফুটিয়ে তুলেছেন মা দুর্গার সম্পূর্ণ পরিবার। এই অনন্য শিল্পকর্ম যেন পুজোর আগে জেলাবাসীর জন্য একটি বাড়তি পাওনা।

আরও পড়ুনঃ পুজোয় একদিনের ছুটিতে ঘুরে আসুন রামপুরহাট, ৫০ লক্ষের বাজেটে ‘মায়ানগরী’ দেখার সুযোগ বারবার মিলবে না

advertisement

অর্পিতা সরকার এর আগে তৈরি করেছেন এক চালার মধ্যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকেও। একচালার মধ্যেই বানিয়েছেন মায়ের গোটা সংসারকে। পুরো কাজটাই সম্পন্ন হয়েছে সর কাঠির ব্যবহার করে। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহির বাসিন্দা অর্পিতার রয়েছে দুই সন্তান এবং স্বামী। নিজের সবটা দিয়ে সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি অবসর সময়ে বেশ কিছু হাতের কাজ করেন তিনি। বিগত ১০ বছর ধরে নানা জিনিস দিয়ে দুর্গাপুজোর আগে এই ধরণের দুর্গা প্রতিমা বানিয়ে আসছেন।

advertisement

View More

আরও পড়ুনঃ মণ্ডপ জুড়ে রোপন করা হয়েছে ধান! সিলিংয়ে ঝুলছে খড়! পুজোর থিমে ‘অন্নদাতা’র কাহিনী, কোথায় জেনেন?

সেরা ভিডিও

আরও দেখুন
চলছে মাস্টার্স কোর্স, কিন্তু ভবন নেই এখনও! পড়ুয়াদের দাবি স্থায়ী ক্যাম্পাস
আরও দেখুন

অর্পিতা সরকার জানিয়েছেন, এই ধরণের মূর্তি তৈরির জন্য তিনি কোনও প্রথাগত শিক্ষা নেননি। নিজের চেষ্টাতেই করছেন এই কাজ। সর কাঠির দুর্গা বানানোর আগে তিনি তেজ পাতা, ভট্টার খোসা দিয়ে দুর্গা বানিয়েছেন। তিনি জানিয়েছেন পরবর্তীকালে আরও মৌলিক কিছু বানাবেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
1.7 Inch Durga Idol: লক্ষ্মীর হাতে দুর্গার প্রতিমা! সংসার সামলে ১.৭ ইঞ্চির দশভূজা গড়ে তাক লাগালেন বাঁকুড়ার গৃহবধূ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল