মাটি নয়, সর কাঠি দিয়ে মাত্র ১.৭ ইঞ্চি মাপের দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি। যার ওজন মাত্র ১৫ গ্রাম। অর্পিতা সরকার তাঁর নিখুঁত হাতে ফুটিয়ে তুলেছেন মা দুর্গার সম্পূর্ণ পরিবার। এই অনন্য শিল্পকর্ম যেন পুজোর আগে জেলাবাসীর জন্য একটি বাড়তি পাওনা।
আরও পড়ুনঃ পুজোয় একদিনের ছুটিতে ঘুরে আসুন রামপুরহাট, ৫০ লক্ষের বাজেটে ‘মায়ানগরী’ দেখার সুযোগ বারবার মিলবে না
advertisement
অর্পিতা সরকার এর আগে তৈরি করেছেন এক চালার মধ্যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকেও। একচালার মধ্যেই বানিয়েছেন মায়ের গোটা সংসারকে। পুরো কাজটাই সম্পন্ন হয়েছে সর কাঠির ব্যবহার করে। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহির বাসিন্দা অর্পিতার রয়েছে দুই সন্তান এবং স্বামী। নিজের সবটা দিয়ে সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি অবসর সময়ে বেশ কিছু হাতের কাজ করেন তিনি। বিগত ১০ বছর ধরে নানা জিনিস দিয়ে দুর্গাপুজোর আগে এই ধরণের দুর্গা প্রতিমা বানিয়ে আসছেন।
আরও পড়ুনঃ মণ্ডপ জুড়ে রোপন করা হয়েছে ধান! সিলিংয়ে ঝুলছে খড়! পুজোর থিমে ‘অন্নদাতা’র কাহিনী, কোথায় জেনেন?
অর্পিতা সরকার জানিয়েছেন, এই ধরণের মূর্তি তৈরির জন্য তিনি কোনও প্রথাগত শিক্ষা নেননি। নিজের চেষ্টাতেই করছেন এই কাজ। সর কাঠির দুর্গা বানানোর আগে তিনি তেজ পাতা, ভট্টার খোসা দিয়ে দুর্গা বানিয়েছেন। তিনি জানিয়েছেন পরবর্তীকালে আরও মৌলিক কিছু বানাবেন তিনি।