Durga Puja 2025: মণ্ডপ জুড়ে রোপন করা হয়েছে ধান! সিলিংয়ে ঝুলছে খড়! পুজোর থিমে 'অন্নদাতা'র কাহিনী, কোথায় জেনেন?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Durga Puja 2025: মণ্ডপে প্রবেশ পথে যেন ডাকছে কৃষক। কৃষকদের অন্নের কাহিনীর কথা তুলে ধরতে এবারে মালদহ শহরের এই ক্লাবের থিম 'একমুঠো অন্ন'। কৃষকদের বাস্তব জীবন কাহিনী তুলে ধরছে 'আমরা সবাই' ক্লাব।
মালদহ, জিএম মোমিন: চারিদিকে ধানে ভরা মণ্ডপসজ্জা। প্রবেশ পথে যেন ডাকছে কৃষক। কৃষকদের অন্নের কাহিনীর কথা তুলে ধরতে এবারে মালদহ শহরের এই ক্লাবের থিম ‘একমুঠো অন্ন’। মালদহ শহরের রবীন্দ্র ভবন এলাকায় ‘আমরা সবাই’ ক্লাবের এ বছরের এই থিমে প্রবেশের পর অনুভব হবে গ্রাম বাংলার পরিবেশ।
কীভাবে কৃষকরা জমিতে ফসল চাষ করেন! কতটা পরিশ্রমের পর একমুঠো অন্ন উৎপাদন হয়! সেই সমস্ত একাধিক কৃষক মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপসজ্জায়। পাশাপাশি চারিদিকে রোপন করা হয়েছে আসল ধান গাছ। খড় দিয়ে সাজানো হয়েছে সিলিং।
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর দিন আকাশের মুখভার! উত্তরের ‘এই’ জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি, হাওয়া অফিসের মেগা আপডেট
ক্লাব সদস্যদের কথায়, কৃষকদের বাস্তব জীবন কাহিনীর সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ করা এবং কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়েই তাঁদের এই চিন্তাধারা। শুধু তাই নয় এই থিমের মাধ্যমে কৃষকদের কন্ঠকে বিশেষভাবে তুলে ধরা হবে বর্তমান প্রজন্মের কাছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুজোর মুখে স্বস্তি! তিলপাড়া ব্যারেজে যান চলাচল নিয়ে বড় আপডেট দিল সেচ দফতর, মিলল কজওয়ে নির্মাণের অনুমতিও
ক্লাব সম্পাদক সনদ সরকার জানান, ‘বর্তমান পরিস্থিতিতে কৃষকরা বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছেন। অন্ন যোগান দিতে ঋণ নিয়ে কৃষকরা চাষ করে থাকেন ফসল। তবে অন্ন উৎপাদনের পর বাজারে চাহিদা মতো দাম মেলে না তাঁদের। যার ফলে অনেক সময় ঋণের চাপে আত্মহত্যার পথ বেছে নেয় তাঁরা। তাই এই থিমের মাধ্যমে কৃষকদের কন্ঠকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ। তাঁদের এই থিমের বাজেট প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। আগামী কিছুদিনেই কাজ সম্পন্ন হলে আরও সুন্দরভাবে সাজবে এই থিমটি’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্যজুড়ে মূলত বড় শহরগুলোতে দুর্গাপুজোয় বিগ বাজেটের থিমের রেষারেষির দেখা মেলে। রাজ্যের অন্যান্য বড় শহরের সঙ্গে তাল মিলিয়ে পুজোর থিম নিয়ে ব্যস্ততা দেখা দিল মালদহ শহরেও। বাজেট সাধারণ হলেও এই ক্লাবের থিমের চিন্তাধারা শহরের অন্যান্য থিমের তুলনায় অতুলনীয় বলে অভিমত অনেকের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 11:33 AM IST