পুজোয় একদিনের ছুটিতে ঘুরে আসুন রামপুরহাট, ৫০ লক্ষের বাজেটে 'মায়ানগরী' দেখার সুযোগ বারবার মিলবে না
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Durga Puja 2025: দুর্গাপুজোর সময় প্রাচীন শহর রামপুরহাট এবার এক টুকরো 'মায়ানগরী' হয়ে উঠবে। জেলা তথা শহরের অন্যতম বড় বিগ বাজেটের পুজো রামপুরহাটের নবীন ক্লাবের দুর্গাপুজো।
বীরভূম, সৌভিক রায়: আর দিন কয়েকের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো মানেই ভ্রমণ পিপাসু বাঙালি ঘুরতে বেরিয়ে যান। তবে আপনি যদি এই দুর্গাপুজোর সময় বীরভূম আসেন তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বীরভূমের রামপুরহাটের নবীন ক্লাবের দুর্গাপুজোর প্রতিমা দর্শনের জন্য। দুর্গাপুজোর সময় প্রাচীন শহর রামপুরহাট এবার এক টুকরো ‘মায়ানগরী’ হয়ে উঠবে। জেলা তথা শহরের অন্যতম বড় বিগ বাজেটের পুজো রামপুরহাটের নবীন ক্লাবের দুর্গাপুজো। এই বছর তাদের পুজো ২৫ বছরে পদার্পণ করবে।
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উমা বাড়ি ফিরছেন। প্রায় ছয় মাস আগে থেকেই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছিল রামপুরহাটের নবীন ক্লাব। ক্লাবের সদস্যদের দাবি, এবার মণ্ডপে প্রবেশ করলে গোটা জগৎটাই পাল্টে যাবে। মায়ানগরী ছেড়ে বেরিয়ে আসতে মন চাইবে না দর্শকদের।
আরও পড়ুনঃ মণ্ডপ জুড়ে রোপন করা হয়েছে ধান! সিলিংয়ে ঝুলছে খড়! পুজোর থিমে ‘অন্নদাতা’র কাহিনী, কোথায় জেনেন?
এবার বাজেট প্রায় ৪৫-৫০ লক্ষ টাকার কাছাকাছি। তবে মণ্ডপে থাকবে না কোনও কাপড়ের ছোঁয়া। গোটা মণ্ডপই হচ্ছে ফাইবার গ্লাস দিয়ে। যা এই জেলায় একেবারে নতুন। ‘মায়ানগরী’র ভাবনা সুচারুভাবে বাস্তবের রূপ দেওয়ার দায়িত্বে রয়েছেন মেদিনীপুরের শিল্পী গোপাল ঘড়া। বিভিন্ন রঙের টুকরো টুকরো ফাইবার গ্লাস দিয়ে তৈরি পুতুল দিয়ে ভরিয়ে তোলা হবে মণ্ডপ। থাকবে ফাইবার গ্লাসের তৈরি নানা কারুকার্য।
advertisement
advertisement
এরই সঙ্গে রয়েছে অপরূপ আলোকসজ্জা। মণ্ডপের অন্দরমহলে থাকবে আধো আলো ছায়া, আর সেই আধো আলো ছায়া দর্শকদের মায়াবী পরিবেশ দেবে। প্রতিবছরই এই পুজোর প্রতিমার অন্য আকর্ষণ থাকে এ বছরও যদিও তার অন্যথা হচ্ছে না। মণ্ডপ শয্যায় মায়া নগরীর সঙ্গে মানানসই প্রায় ২৪ থেকে ২৫ ফুট উচ্চতার অপরূপ প্রতিমা দেখতে ভিড় জমবে বলে মনে করছেন ক্লাবের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর দিন আকাশের মুখভার! উত্তরের ‘এই’ জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি, রইল হাওয়া অফিসের মেগা আপডেট
মূর্তি তৈরি করেছেন রামপুরহাটে শিল্পী আলো দাস। তার দাবি, ‘প্রতিমার চালা থেকে চার পাশের কারুকার্য দর্শকদের এক অন্য জগতে নিয়ে যাবে। একবার এই নবীন ক্লাবের পুজোতে ঢুকলে আর এই ক্লাব থেকে বেরোতে মন চাইবে না’।
advertisement
এর সঙ্গেই থাকবে চন্দননগরের চোখ ধাঁধানো আলোকসজ্জা। নবীন ক্লাবের কর্ণধার উজ্জ্বল ধীবর ওরফে দীপু ধীবর জানান, ‘আমরা প্রত্যেক বছর দর্শনার্থীদের জন্য নতুন কিছু উপহার দিয়ে থাকি, এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না’। তাই এবার আপনি যদি বীরভূম ভ্রমণের জন্য আসেন দুর্গাপুজোর সময় তাহলে অবশ্যই একবার ঢুঁ মেরে যেতে পারেন এই নবীন ক্লাব থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 12:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোয় একদিনের ছুটিতে ঘুরে আসুন রামপুরহাট, ৫০ লক্ষের বাজেটে 'মায়ানগরী' দেখার সুযোগ বারবার মিলবে না