TRENDING:

World Environment Day: ধ্বংসের দিকে এগোচ্ছে পৃথিবী, বিশ্ব পরিবেশ দিবসে সচেতনার বার্তা রামকৃষ্ণ আশ্রমের

Last Updated:

World Environment Day: ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর দিনটিতে জেলার বিভিন্ন অংশের পাশাপাশি জয়নগর ২ নং ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিমপীঠ : আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর দিনটিতে জেলার বিভিন্ন অংশের পাশাপাশি জয়নগর ২ নং ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। এবছরের মূল বিষয় ছিল ‘প্লাস্টিক দূষণ দূরীকরণ’।এদিন নিমপীঠ রামকৃষ্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্রে রামকৃষ্ণ আশ্রম নিমপীঠের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ এই অনুষ্ঠানের শুভ সুচনা করেন। সুন্দরবনের বিভিন্ন ব্লক থেকে প্রায় ৬০ জন কৃষক এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরিবেশ দিবসে বিশেষ বার্তা
পরিবেশ দিবসে বিশেষ বার্তা
advertisement

এদিন অনুষ্ঠানের শুরুতে সকলেই ‘পরিবেশের অনুকূল জীবনশৈলী’ অনুসরণ করার উদ্দেশ্যে অঙ্গীকার বদ্ধ হন। এরপর কৃষি বিজ্ঞানীরা সারা বিশ্বের, বিশেষত সুন্দরবনের পরিবেশ দূষণের কথা মাথায় রেখে আমাদের কি কি করণীয় সেই উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সমাধান স্বরূপ দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানো, গাছ লাগানো, জলের অপচয় রোধ করা, কৃষিতে রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈবসার তৈরি ও জৈব উপায়ে চাষবাস প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

advertisement

আরও পড়ুন-প্রাণে বেচেঁ ঘরে ফিরলেও চিন্তামুক্ত নয় শাহিদের পরিবার, কাটছে দুঃস্বপ্নের প্রহর

আরও পড়ুন-ট্রেন থামলেই চালকদের হাতে গাছ তুলে দিচ্ছেন যুবকরা! ব্য়াপারটা কী?

View More

যেখানে সেখানে প্লাস্টিক জাতীয় পদার্থ না ছড়ানো ও পচন শীল আবর্জনা থেকে প্লাস্টিকের আবর্জনা পৃথকীকরণের উপর জোর দেওয়া হয় এদিন। এরপর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ক্যাম্পাসে বৃক্ষ রোপণ অনুষ্ঠান করা হয়। সব শেষে এদিনের অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীদের আম, সবেদা ও নারকেল গাছের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।পরিবেশ বাঁচাতে সুন্দরবনকে বাঁচাতে আরও বেশি করে গাছ লাগানোর দরকার আছে।

advertisement

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
World Environment Day: ধ্বংসের দিকে এগোচ্ছে পৃথিবী, বিশ্ব পরিবেশ দিবসে সচেতনার বার্তা রামকৃষ্ণ আশ্রমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল