এদিন অনুষ্ঠানের শুরুতে সকলেই ‘পরিবেশের অনুকূল জীবনশৈলী’ অনুসরণ করার উদ্দেশ্যে অঙ্গীকার বদ্ধ হন। এরপর কৃষি বিজ্ঞানীরা সারা বিশ্বের, বিশেষত সুন্দরবনের পরিবেশ দূষণের কথা মাথায় রেখে আমাদের কি কি করণীয় সেই উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সমাধান স্বরূপ দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানো, গাছ লাগানো, জলের অপচয় রোধ করা, কৃষিতে রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈবসার তৈরি ও জৈব উপায়ে চাষবাস প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
advertisement
আরও পড়ুন-প্রাণে বেচেঁ ঘরে ফিরলেও চিন্তামুক্ত নয় শাহিদের পরিবার, কাটছে দুঃস্বপ্নের প্রহর
আরও পড়ুন-ট্রেন থামলেই চালকদের হাতে গাছ তুলে দিচ্ছেন যুবকরা! ব্য়াপারটা কী?
যেখানে সেখানে প্লাস্টিক জাতীয় পদার্থ না ছড়ানো ও পচন শীল আবর্জনা থেকে প্লাস্টিকের আবর্জনা পৃথকীকরণের উপর জোর দেওয়া হয় এদিন। এরপর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ক্যাম্পাসে বৃক্ষ রোপণ অনুষ্ঠান করা হয়। সব শেষে এদিনের অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীদের আম, সবেদা ও নারকেল গাছের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।পরিবেশ বাঁচাতে সুন্দরবনকে বাঁচাতে আরও বেশি করে গাছ লাগানোর দরকার আছে।
সুমন সাহা