Hooghly News: ট্রেন থামলেই চালকদের হাতে গাছ তুলে দিচ্ছেন যুবকরা! ব্য়াপারটা কী?
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
ওই সংগঠনের এক সদস্য বলেন, গাছ যেমন মানুষের প্রাণ ট্রেনের চালকদের হাতেও মানুষের প্রাণ থাকে।
হুগলি: ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এ দিন হুগলির বৈঁচিতে এক স্বেচ্ছাসেবী সংগঠনের এক অনন্য দৃষ্টান্ত চোখে পড়ল। ট্রেনের চালক গার্ড ও যাত্রীদের হাতে গাছ তুলে দিয়ে নজির গড়লেন তাঁরা।
স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, দার্জিলিং-এর মতো পাহাড়ের হোটেলে পাখা লাগাতে হচ্ছে, উষ্ণায়ন এমন জায়গায় পৌঁছেছে। গাছ কমছে, তাই বৃক্ষরোপন জরুরি। সোমবার সেই বার্তা দিতেই বিশ্ব পরিবেশ দিবসে বৈঁচি স্টেশনে লোকাল ট্রেনের চালক গার্ড ও যাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
ওই সংগঠনের এক সদস্য বলেন, গাছ যেমন মানুষের প্রাণ ট্রেনের চালকদের হাতেও মানুষের প্রাণ থাকে। রাত জেগে তাঁরা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেন নিরাপদে।করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়তো মুহূর্তের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে। তবে প্রতিদিন হাজার হাজার যাত্রী চালকদের ভরসাতেই ট্রেন সফর করেন।
advertisement
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2023 6:55 PM IST
