জানা গিয়েছে, শাহানারা মোল্লা নামে এক গৃহবধূ অভিযোগ করেন, তার বছর দুয়েকের শিশুকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল এক মহিলা। এরপর গ্রামের মানুষজন খবর পেয়ে সেই মহিলাকে ধরে নিয়ে আসেন এলাকায়। এরপর তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকী তাকে গাছে দড়ি বেঁধে মারধর করেন এলাকার মানুষজন, এমনটাই জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: পৌষের শেষলগ্নে শীতের মারকাটারি ব্যাটিং! নিম্নচাপকে তুড়ি মেড়ে শৈত্য প্রবাহের দাপটে জবুথবু উত্তরবঙ্গ
ঘটনার খবর পায় বাসন্তী থানার পুলিশ। তারপর বাসন্তী থানার পুলিশ গিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীদের হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করে। অভিযুক্ত মহিলাকে আটক করে নিয়ে আসা হয় বাসন্তী থানায়। শাহানারা পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে এই ঘটনার পরে যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। দিনেদুপুরে শিশুচুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার অন্য অভিভাবকদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিবারের ছোট সদস্যদের বাড়ি থেকে বাইরে যেতে দিতেও ভয় পাচ্ছেন অনেকে। পাশাপাশি ওই মহিলার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে, কীভাবে এই চক্র কাজ করছিল, সব বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও উঠেছে।
