TRENDING:

GangaSagar Mela: শুরু গঙ্গাসাগর মেলা ২০২৬, বিশাল পরিকাঠামো, পুণ্যার্থীদের সুরক্ষার উপর জোর, দেখুন প্রথম ঝলক

Last Updated:
South 24 Parganas News: মেলাকে পরিবেশবান্ধব করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা জুড়ে চলছে প্রচার। সরকারিভাবে পূণ্যার্থীদের সহযোগিতা করতে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হয়েছে বিশাল পরিকাঠামো।
advertisement
1/5
শুরু গঙ্গাসাগর মেলা ২০২৬, বিশাল পরিকাঠামো, পুণ্যার্থীদের সুরক্ষার উপর জোর, দেখুন প্রথম ঝলক
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা ২০২৬। পূণ্যার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত সাগর। ইতিমধ্যেই সরকারিভাবে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
মেলাকে পরিবেশবান্ধব করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা জুড়ে চলছে প্রচার। সরকারিভাবে পূণ্যার্থীদের সহযোগিতা করতে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হয়েছে বিশাল পরিকাঠামো।
advertisement
3/5
প্রতিটি বৈদ্যুতিক তার ও সংযোগ আবারও ভাল করে পরীক্ষা করা হয়েছে। দুর্ঘটনা যাতে না হয়, সে জন্য সুরক্ষার উপর বাড়তি জোর দিয়েছেন আধিকারিকরা। বিভিন্ন স্থানে বসানো হয়েছে অগ্নিনির্বাপক যন্ত্র।
advertisement
4/5
ভিড়ের মধ্যে অগ্নিনির্বাপণের জন্য বড় ইঞ্জিন পৌঁছতে সমস্যা হয় বলে এবার দ্রুত পরিষেবা দিতে থাকছে ৭৫ বিশেষ ফায়ার ফাইটিং বাইক। এছাড়াও থাকছে ১১টি বিশাল অগ্নিনির্বাপণ ট্যাঙ্কার। যেগুলির প্রতিটির সঙ্গে তিনটি করে ফায়ার পাম্প যুক্ত থাকবে।
advertisement
5/5
২০২৬ সালের গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলাশাসক অরবিন্দকুমার মীনা সহ প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যে সক্রিয় করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত প্রশাসনিক কন্ট্রোল রুম। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
GangaSagar Mela: শুরু গঙ্গাসাগর মেলা ২০২৬, বিশাল পরিকাঠামো, পুণ্যার্থীদের সুরক্ষার উপর জোর, দেখুন প্রথম ঝলক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল