মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জোড়াপুল-সহ সমগ্র কাকদ্বীপ এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনন্দা মান্না তাঁর ছেলেকে ব্যাঙ্গালোরে ছাড়তে যাওয়ার সময় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়।
আরও পড়ুন: ‘একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবেন না,’ কাকে ইঙ্গিত করলেন অভিষেক
আরও পড়ুন: সোনা রুপো নয়, সীমান্তে পাচার করা হচ্ছে জ্যান্ত এই সব প্রাণীদের! জানলে আঁতকে উঠবেন
advertisement
বেসরকারি বাসটি টোটো ভ্যানটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় মুহূর্তেই লুটিয়ে পড়েন টোটো ভ্যানে থাকা মা ও ছেলে। ঘটনাস্থলে বছর চল্লিশের মা সুনন্দা মান্না । টোটো গাড়িতে থাকা মা ও ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মা সুনন্দা মান্নাকে মৃত বলে ঘোষণা করে। এমন যন্ত্রণাদায়ক ঘটনায় হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন পরিবার-সহ পরিজনেরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে কাকদ্বীপ এলাকায়। অন্য দিকে, পুলিশ ঘাতক বাস টিকে আটক করেছে।
বিশ্বজিৎ হালদার