TRENDING:

South 24 Parganas News: ‘গণনাকেন্দ্রের দখল নিলেন আরাবুল!’, ভাঙড় হিংসা নিয়ে বিস্ফোরক নওশাদ, সিবিআই তদন্তের দাবি

Last Updated:

ভোট পরবর্তী হিংসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় গণনা কেন্দ্রের দিন এলাকায় দেদার বোমাবাজি ও গুলি চলে। রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয় তিনজনের।ভাঙড়ের অশান্তির ঘটনায় পুলিশ প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শওকত মোল্লা। গণনাকেন্দ্রে মঙ্গলবার রাতে যে সন্ত্রাসের ছবি দেখা গিয়েছে, তা আগে কখনও ভাঙড়বাসী দেখেননি বলেও এদিন মন্তব্য তৃনমূল নেতার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙড়: গত মঙ্গলবার রাতে ভোট পরবর্তী হিংসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়৷ এলাকায় চলে দেদার বোমাবাজি-গুলি। ভোটপর্বে ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজনের। এদিন ভাঙড়ের এই একের পর এক অশান্তির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শওকত মোল্লা। গণনাকেন্দ্রে মঙ্গলবার রাতে যে সন্ত্রাসের ছবি দেখা গিয়েছিল, তা আগে কখনও ভাঙড়বাসী দেখেননি বলে মন্তব্য করেন ভাঙড়ের এই তৃণমূল নেতা।
advertisement

শওকত বলেন, ‘‘আমরা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নই। স্বাধীনতার পর এই ধরনের তাণ্ডব, সন্ত্রাস হল। ভাঙড়ের মানুষ এরকম হিংসা দেখেনি।” এদিকে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিও। নওশাদের দাবি, তদন্ত হলে সবটাই সামনে আসবে।

আরও পড়ুন:বিতর্কের মধ্যেই মনোনয়ন জমা অনন্ত মহারাজের, বঙ্গভঙ্গের দাবি নিয়ে কী ‘সাফাই’ সুকান্তর?

advertisement

এদিন নমুনা সংগ্রহ করতে ভাঙড়ে পৌঁছয় ফরেন্সিক টিম। মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে ভোটের গণনার দিন পর্যন্ত, ভাঙড় যেন যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়িয়েছিল। রাজনৈতিক হিংসায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার এই অঞ্চলে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রামবাসী।

View More

ভোট, গণনা সব মিটে যাওয়ার পরেও যেন এখনও শান্ত হয়নি ভাঙড়। চাপা উত্তেজনা রয়েছে এলাকায় এলাকায়৷ গ্রামবাসীদের চোখে মুখে ধরা পড়ছে আতঙ্কের ছবি। ভাঙড়ের এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী৷

advertisement

আরও পড়ুন: রাজ্যপাল-বিএসএফ-বিজেপি, ভোট মিটতেই বৈঠক? কী আলোচনা..তুমুল তোপ কুণাল ঘোষের

তিনি বলেন, “আমরা গতকাল রাত ৮টায় জানতে পারি ২ জেলা পরিষদ প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। অথচ রাত ১২টা বেজে গেলেও শংসাপত্র দেওয়া হয়নি। পরে একজনকে শংসাপত্র দিলেও আরেক প্রার্থী জাহানারা বিবিকে দেওয়া হয়নি। উনি আরাবুল-ঘনিষ্ঠের বিরুদ্ধে লড়েছিলেন। আরাবুল দুষ্কৃতী নিয়ে গণনাকেন্দ্রে গিয়ে হামলা করেন, মারধরও করেন। আরাবুল গণনাকেন্দ্র দখল নিলেন, সরকারি আধিকারিকরা কী করছিলেন? আমরা এই ঘটনার তদন্তে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। আমরা আদালতে যাব।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ‘গণনাকেন্দ্রের দখল নিলেন আরাবুল!’, ভাঙড় হিংসা নিয়ে বিস্ফোরক নওশাদ, সিবিআই তদন্তের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল