Ananta Maharaj: বিতর্কের মধ্যেই মনোনয়ন জমা অনন্ত মহারাজের, বঙ্গভঙ্গের দাবি নিয়ে কী ‘সাফাই’ সুকান্তর?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
বৃহস্পতিবার সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে শ্রদ্ধা জানিয়ে, বিধায়করা প্রথমে যান অম্বেদকরের মূর্তিতে সম্মান জানাতে। তারপরে সেখান থেকে বিধানসভার নির্দিষ্ট জায়গায় মনোনয়ন জমা।
কলকাতা: বাংলা থেকে বিজেপির টিকিটে রাজ্যসভায় প্রথম বার যেতে চলেছেন অনন্ত মহারাজ। এই প্রথম রাজ্যসভায় বাংলা থেকে কোনও সাংসদ পেতে চলেছে বিজেপি শিবির। এদিন দুপুরে বিধানসভায় মনোনয়ন জমা দিলেন বিজেপির মনোনীত প্রার্থী অনন্ত মহারাজ।
এদিন অনন্ত মহারাজের মনোনয়ন জমা দেওয়ার পর্বে হাজির ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। হাজির ছিলেন বিজেপির এক ঝাঁক বিধায়কও।
আরও পড়ুন: রাজ্যপাল-বিএসএফ-বিজেপি, ভোট মিটতেই বৈঠক? কী আলোচনা..তুমুল তোপ কুণাল ঘোষের
বৃহস্পতিবার সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে শ্রদ্ধা জানিয়ে, বিধায়করা প্রথমে যান অম্বেদকরের মূর্তিতে সম্মান জানাতে। তারপরে সেখান থেকে বিধানসভার নির্দিষ্ট জায়গায় মনোনয়ন জমা।
advertisement
advertisement
রাজ্যসভায় অনন্ত মহারাজের নাম প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই অবশ্য বিতর্ক উস্কে দিয়েছে তৃণমূল৷ ঘাসফুল শিবিরের অভিযোগ, এই অনন্ত মহারাজই বাংলা ভাগ নিয়ে একসময় সুর চড়িয়েছিলেন৷ তাহলে কি বকলমে বাংলা ভাগকে সমর্থন করছে না বিজেপি?
আরও পড়ুন: হুড়মুড়িয়ে নামবে পারদ! জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা, রইল দক্ষিণবঙ্গের সম্পূর্ণ ওয়েদার আপডেট
যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, “বাংলা ভাগের দাবির কথা যেভাবে উপস্থাপনা করা হচ্ছে তা যথাযথ নয়৷ আসলে উত্তরবঙ্গে অনুন্নয়ন হয়েছে। এই অনুন্নয়নের জন্য দায়ী রাজ্য সরকার। রাজ্য বৈমাতৃসুলভ আচরণ করছেন। এই অনুন্নয়ন সরে গেলে আর বাংলা ভাগের দাবি উঠবে না।”
advertisement
প্রার্থী অনন্ত মহারাজ অবশ্য জানিয়েছেন, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশের মানুষের জন্য তাঁরা কাজ করতে চাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 13, 2023 2:08 PM IST