পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, জয়নগর সহ আশেপাশের এলাকা থেকে জাল নোট বাজারে ঘোরার খবর ছিলো পুলিশের কাছে। আর তাঁরই তদন্ত নামে জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম।
আরও পড়ুন: ডবল ইঞ্জিন সরকার সুরক্ষিত নয়... ভোট প্রচারে এসে বার্তা কুণালের
গোপন সূএে খবর পেয়ে এস আই দিগন্ত মণ্ডল ও সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের বিশেষ টিমজয়নগর মজিলপুর পৌরসভার রথতলা এলাকা থেকে রনজিত পাত্রনামে এক ব্যাক্তিকে জাল টাকা সহ হাতেনাতে গ্রেফতার করল। ধৃতের বাড়ি মগরাহাট থানার উড়েলচাঁদপুর এলাকায় ।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ টাকার জাল ২১ টি নোট, মোট সাড়ে দশ হাজার টাকা।
advertisement
ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে পুলিশ সুত্রেজানা গেছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ।এই জাল নোট কোথায় থেকে আসতো,কি ভাবে আসতো, কতজন জড়িত সব কিছু তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে এদিন জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
----সুমন সাহা