আর এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী উপপ্রধান অরুণ নস্কর বলেন,মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের শরিক হয়ে গত ৫ বছরে দক্ষিণ বারাসত পঞ্চায়েতের উপপ্রধান থেকে নিজের বুথ সহ সারা গ্রামের উন্নয়নের বহু কাজ করে গেছি।বিধায়ক বিশ্বনাথ দাসের সহায়তায় এই এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে গেছে। তাই আমি আমার জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কে কি বললো আমার তাতে মাথা ব্যথা নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে এলাকার মানুষ আবার আমাকে বিজয়ী করবে এলাকার উন্নয়নের তাগিদে এই আশা রাখি।
advertisement
আরও পড়ুন:
অপর দিকে সিপিআই এম প্রার্থী বলেন, সারাবছর মানুষের পাশে থেকে আমি কাজ করি কোন দল না ভেবে। এলাকার মানুষের পাশে থেকে কাজ করি আমি বহু বছর ধরে। রাজনীতি করছি ছাত্রজীবন থেকে।আর শাসক দল যদি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেয় তাহলে এই এলাকার মানুষ বুঝিয়ে দেবে তাঁরা আমাকেই চায়।তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে সাধারণ মানুষের অধিকার আটকাতে পারবে না। মানুষ আমার পাশে আছে। আর দুই ভাই তাই তাদের নিজেদের শাসনকালের উন্নয়নকে সামনে রেখে জোরদার লড়াই চালিয়ে যাচ্ছে। এখন এখানে শেষ হাসি কে হাসে সেটাই দেখার।
সুমন সাহা