রাস্তা সংস্কার নিয়ে একে অপরকে দুষছে পৌরসভা ও রেল দফতর। বারুইপুর রেলগেটের সামনে রাস্তায় জমা জলে দীর্ঘদিন ধরে সমস্যা পোহাতে হচ্ছে নিত্য যাত্রীদের। এই রাস্তা ধরেই বারুইপুর স্টেশনে যেতে হয় কয়েক হাজার মানুষকে। এক পশলা বৃষ্টি হলেই জল জমে দুর্ভোগ হয় বলে অভিযোগ। কাছেই স্কুল। পড়ুয়াদের জমা জল পেরিয়েই যেতে হচ্ছে। হুঁশ নেই প্রশাসনের। এই রাস্তা রেলের, তাঁদের সংস্কার করার কথা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: হঠাৎ আসা ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত রায়দিঘি! তছনছ গোটা গ্রাম
পাল্টা রেলের দাবি রাস্তা পুরসভার অধীনে থাকায় তাঁদের সংস্কার করার কথা। বারুইপুর রেলস্টেশন পৌঁছানোর এই গুরুত্বপূর্ণ রাস্তায় অল্প বৃষ্টিতে এভাবে জল জমায় ক্ষুব্ধ পথচারী থেকে অটো ও টোটো চালকরা। তারা জানান ভারী বৃষ্টি হলেই একদিকে এই স্টেশন সংলগ্ন এলাকায় প্রচুর মানুষের সমাগম আর তার উপরে এই জল জমাতে নাজেহাল অবস্থা। স্থানীয়দের দাবি দ্রুত এই সমস্যার সমাধান হোক।
সুমন সাহা