আরও পড়ুন: কল আছে কিন্তু জল নেই! কেনা জলই একমাত্র ভরসা গ্রামবাসীদের
স্থানীয়দের দাবি, জমা জলের কারণে বাড়ছে রোগব্যাধির সম্ভাবনা। কার্যত মন্দিরবাজার ব্লকের তিনটি গ্রামের পাঁচটি পাড়া বছরের ৩ মাস জলমগ্ন হয়ে থাকে। সেই সময় মাঝে মধ্যেই সাপ, ব্যাঙ, বিষাক্ত পোকামাকড় গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে।
advertisement
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ব্লকের লক্ষীকান্তপুর, নলপুকুর ও পোলেরহাট এই তিনটি গ্রামের পাঁচটি পাড়ায় আছে এই সমস্যা। এইভাবে থাকাটা শুধু এক-দু’দিনের জন্য নয়, ১০ থেকে ১৫ বছর ধরে এই সমস্যা চলছে। প্রায় পাঁচ হাজার মানুষকে এর ফলে নিত্যদিন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ইতিমধ্যে চার থেকে পাঁচজনকে সাপের ছোবল খেতে হয়েছে বলে দাবি স্থানীয়দের। গোটা এলাকা জলে ডুবে থাকায় প্রভাব পড়ছে পানীয় জলেও। বাড়ছে মশার উপদ্রব। এ নিয়ে মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার বলেন, এলাকায় সত্যিই সমস্যা আছে। ওই এলাকা রেলের অধীন। সেই সঙ্গে তিমি প্রতিশ্রুতি দিয়ে জানান, দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
নবাব মল্লিক





