TRENDING:

South 24 Parganas News: বছরের ৩ মাস জলের তলায় লক্ষীকান্তপুরের এই গ্রাম, স্টেশনে আসতে গিয়ে নাজেহাল নিত্যযাত্রীরা

Last Updated:

বছরে তিন মাসে জলের তলায় লক্ষীকান্তপুরের এই গ্রাম। গ্রামবাসী থেকে নিত্যযাত্রী নাজেহাল হচ্ছে প্রত্যেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: শিয়ালদহ দক্ষিণ শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন লক্ষীকান্তপুর। ঠিক সেই স্টেশনের পাশে বছরে তিন মাস জলমগ্ন হয়ে থাকে। যার জেরে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। রেল স্টেশনে আসতে সমস্যা হচ্ছে নিত্যযাত্রীদের‌ও। নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোন‌ও লাভ হয়নি। ১০ থেকে ১৫ বছর ধরে এই অবস্থায় রয়েছে এলাকায়।
advertisement

আরও পড়ুন: কল আছে কিন্তু জল নেই! কেনা জল‌ই একমাত্র ভরসা গ্রামবাসীদের

স্থানীয়দের দাবি, জমা জলের কারণে বাড়ছে রোগব্যাধির সম্ভাবনা। কার্যত মন্দিরবাজার ব্লকের তিনটি গ্রামের পাঁচটি পাড়া বছরের ৩ মাস জলমগ্ন হয়ে থাকে। সেই সময় মাঝে মধ্যেই সাপ, ব্যাঙ, বিষাক্ত পোকামাকড় গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে‌।

advertisement

View More

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ব্লকের লক্ষীকান্তপুর, নলপুকুর ও পোলেরহাট এই তিনটি গ্রামের পাঁচটি পাড়ায় আছে এই সমস্যা। এইভাবে থাকাটা শুধু এক-দু’দিনের জন্য নয়, ১০ থেকে ১৫ বছর ধরে এই সমস্যা চলছে। প্রায় পাঁচ হাজার মানুষকে এর ফলে নিত্যদিন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ইতিমধ্যে চার থেকে পাঁচজনকে সাপের ছোবল খেতে হয়েছে বলে দাবি স্থানীয়দের। গোটা এলাকা জলে ডুবে থাকায় প্রভাব পড়ছে পানীয় জলেও। বাড়ছে মশার উপদ্রব। এ নিয়ে মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার বলেন, এলাকায় সত্যিই সমস্যা আছে। ওই এলাকা রেলের অধীন। সেই সঙ্গে তিমি প্রতিশ্রুতি দিয়ে জানান, দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খোদ প্রধানমন্ত্রীও প্রশংসা করেছেন এই পুতুলের! জানেন এই পুতুলের নাম কী? দাম-ই বা কত?
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বছরের ৩ মাস জলের তলায় লক্ষীকান্তপুরের এই গ্রাম, স্টেশনে আসতে গিয়ে নাজেহাল নিত্যযাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল