East Bardhaman News: কল আছে কিন্তু জল নেই! কেনা জলই একমাত্র ভরসা গ্রামবাসীদের
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
কল থাকলেও তা থেকে জল পড়ে না। বাধ্য হয়ে জল কিনে খাচ্ছেন পূর্বস্থলীর মানুষ
পূর্ব বর্ধমান: তীব্র জল সঙ্কটে ভুগছে পূর্বস্থলী-২ ব্লকের ঝাউডাঙা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষজন। কল থাকলেও তা দিয়ে পড়ে না জল। ফলে এখনকার বহু মানুষকে বছরের পর বছর জল কিনে খেতে হচ্ছে। বাড়ি বাড়ি জল পৌঁছনোর জন্য পূর্বস্থলীর ঝাউডাঙা পঞ্চায়েতের উদ্যোগে দুটি পাম্প থাকলেও একটি পাম্প দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে।
একটি পাম্প খারাপ থাকায় পূর্ব বর্ধমানের এই এলাকার প্রায় ৬৫০ টি জলের লাইনের মধ্যে মাত্র ১২০ থেকে ১৫০ টি বাড়িতে পৌঁছয়। বাকিরা জল কিনে খেতে বাধ্য হন। জলের এই সমস্যা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি যে এলাকায় আছি এখানে জলের প্রবল সমস্যা। প্রথম দু-একদিন জল পেয়েছিলাম তার পর থেকে আর জল আসে না। পঞ্চায়েতকে জানালে বলছে যেখান থেকে জল তোলা হয় সেখানকার মোটর খারাপ।
advertisement
advertisement
ঝাউডাঙা পঞ্চায়েতের অন্য আরেকটি এলাকায় জলের পাম্পই নেই। ফলে সেখানকার কোন বাড়িতেই জলের লাইন নেই। ওই এলাকার মানুষদের স্থানীয় একটি স্কুলের টিউবওয়েলের উপর ভরসা করতে হয়। পাশাপাশি এলাকায় একটি ফ্লাড সেন্টারের জল ব্যবহার করেন কেউ কেউ। তবে সেখানকার জল পরিশুদ্ধ নয় বলে গ্রামবাসীদের অভিযোগ।
এই প্রসঙ্গে ঝাউডাঙা পঞ্চায়েতের প্রধান মধুমিতাচন্দ্র দে বলেন, ‘আমাদের এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। তবে আমরা তো এখন নতুন বোর্ডে বসেছি, তাড়াতাড়ি আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আগের বোর্ড সমস্যা সমাধান করার চেষ্টা করেনি বলে মনে হয়।’
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2023 1:21 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: কল আছে কিন্তু জল নেই! কেনা জলই একমাত্র ভরসা গ্রামবাসীদের








