আরও পড়ুন: হিঙ্গলগঞ্জের ৫ কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল দশা
কংক্রিটের বদলে ইটের রাস্তা চাওয়ার এই ঘটনাটি রায়দিঘির নন্দকুমারপুরের। সেখানে পথশ্রী প্রকল্পের অধীনে কংক্রিটের রাস্তা তৈরির কাজ চলছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছেন ঠিকাদার। বিষয়টি প্রশাসনের বিভিন্ন স্তরে জানালেও কোনও ফল হয়নি। আর তাই গ্রামের মানুষ রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছে। বদলে ইট বিছানো রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
advertisement
যদিও গ্রামবাসীদের এই অভিযোগ মানতে নারাজ ঠিকাদার। তাঁর দাবি, পথশ্রী প্রকল্পের নিয়ম মেনেই সমস্ত রাস্তা তৈরির কাজ হচ্ছে। গ্রামবাসীদের বাধায় সেই কাজ ব্যহত হচ্ছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। এই প্রসঙ্গে মথুরাপুর-২ ব্লকের বিডিও নাজির হোসেন জানান, রাস্তাটি পথশ্রী প্রকল্পের অধীনে নির্মাণ করা হচ্ছিল। রাস্তার সমস্যা নিয়ে বিডিও অফিসে গ্রামবাসীরা আবেদন জানিয়েছেন। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
নবাব মল্লিক