পরিবার সূত্রে খবর, আমতলা অন্বেষণ নামে একটি ট্রেকিং ক্লাবের দীর্ঘদিনের সদস্য ছিলেন সুজয়। ট্রেকিংয়ে সঙ্গী ছিলেন চাকদহের আরও দুই বাসিন্দা। পাশাপাশি এ ব্যাপারে সুজয় দোলুই বাবা মোহন দোলুই তিনি জানান, 'এক সপ্তাহ আগে আমার ছেলে পাহাড়ে বেড়াতে গিয়েছে। তাঁর সঙ্গে শেষ ২৪ তারিখ বাড়িতে ফোন করেছিল সেই সময় কথা হয়েছিল। বলেছিল ভাল আছে, তারপরে শুনছি ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে বলেছিলে ১৫ দিনের মধ্যে ফিরে আসবে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করছি ও কেমন আছে।'
advertisement
আরও পড়ুন: 'সঙ্গ দোষে মানুষ ফ্রাস্ট্রেশনে চলে যায়', কার উদ্দেশ্যে বললেন মমতা? তুঙ্গে জল্পনা
আরও পড়ুন: 'মা জন্ম দেন আর শিক্ষক জীবন', শিক্ষক দিবসে মোদির বার্তা
যদিও এবারের আমতলার অন্বেষা টেকিং-এ র সদস্য অরূপ সরদার জানান, 'এবারের ট্রেকিংয়ের সঙ্গে আমতলা অন্বেষণের কোনও যোগ ছিল না। তবে বেশ কিছুদিন আগে সুজয় একসময় আমাদের সদস্য ছিলেন পাশাপাশি ও আমাদের সঙ্গে দু-একটা জায়গায় ট্রেকিংয়ে গিয়েছিল। কিন্তু সে ভালভাবেই ফিরে এসেছিল। আমাদের দু-একজন অসুস্থ থাকার কারণে। তবে আমাদের তরফ থেকে এই ট্রেকিংটা খুব টাফ ছিল। তবে ওর সঙ্গে ফোনে কোনও ভাবে কথা হয়নি আমাদের। যদিও ওখানে নেটওয়ার্ক থাকে না এমনটাই জানিয়েছেন ক্লাবের কর্তারা।' তবে আরটিপি মারফত প্রথমে সুজয়ের নিখোঁজের খবর এবং পরে মৃতদেহ উদ্ধারের খবর জানানো হয় আমতলা অন্বেষণের কর্তাদের।
সুমন সাহা