আরও পড়ুন Murshidabad News: জীবিত থেকেও সরকারি খাতায় 'মৃত' বৃদ্ধা! মেলে না কোনও সাহায্য
এই পদ্ধতিতে নমুনাটিকে একটি চলমান হিলায়াম বা নাইট্রোজেন গ্যাস প্রবাহে রাখা হয়। এরপর ক্রোমাটোগ্রাফি প্রযুক্তিতে নমুনার বিশ্লেষণ করা হয়। এই জটিল প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবার গণ থ্যালাসেমিয়া টেস্টের আয়োজন করা হয়েছে ডায়মন্ডহারবারে।
কিন্তু হঠাৎ কেন এই টেস্টের আয়োজন, এ নিয়ে ডায়মন্ডহারবার ১ নং ব্লকের স্বাস্থ্য আধিকারিক আকবর হোসেন মণ্ডল জানান, বর্তমানে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত ব্যাক্তির সংখ্যা দিন দিন বাড়ছে।বেশ কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলে এই থ্যালসেমিয়া রোগ প্রতিরোধ করা যায়। বিয়ের আগে রক্তপরীক্ষা করলে, সন্তানদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়া রোধ করা যায়।
advertisement
আরও পড়ুন Murshidabad News: ব্রিজের উপর চলতে চলতেই হঠাৎ ভয়ানক অবস্থা! আতঙ্ক
এই রোগ একটি জিনগত রোগ। যা এই টেস্টের মাধ্যমে দ্রুত ধরা পড়বে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে ৪৭০০ জন যুগলের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ব্যাপক পরিমাণে এই ইউনিভার্সাল থ্যালাসেমিয়া টেস্টের মাধ্যমে থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়া সম্ভব হবে বলে মনে করছেন তিনি। এই টেস্টের মাধ্যমে থ্যালসেমিয়া মেজর অথবা মাইনর কিনা তা চিহ্নিত করা আরও সহজ হয়ে উঠবে। এর ফলে উপকৃত হবেন অনেক পরিবার।
নবাব মল্লিক