দক্ষিণ ২৪ পরগনার পৈলান বাজারের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। কীভাবে আগুন লাগল তা বুঝে উঠতে পারছেন না বাজারের ব্যবসায়ীরা। তবে সর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান।
আরও পড়ুন: বিমান পরিষেবা চালু হতেই কোচবিহারে অ্যাপ্রোচ রোড সংস্কারের সিদ্ধান্ত
স্থানীয় সূত্রে খবর, সকাল ১১ টা নাগাদ হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা পৈলান বাজার। আতঙ্কে ছোটছুটি শুরু করেন বাজারের ব্যবসায়ী ও বিক্রেতারা। সেই সময় কয়েকজন দোকানদারই ফোন করে দমকল ও পুলিশকে খবর দেন। দমকল ও স্থানীয়দের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কিন্তু অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃত্যু ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে তিনি মারা গেলেন বা কোথায় বাড়ি তা কেউ জানে না।
advertisement
দমকল আধিকারিক টি কে দত্ত জানান, তাঁরা ১১.১৫ নাগাদ আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন দমকলকর্মীরা। ঘণ্টাখানেকের চেষ্টায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আসে। একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় মানুষজন তাঁকে পান্না মা বলে ডাকত। তবে তাঁর সঠিক পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট বলেই মনে হচ্ছে। তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
অর্পণ মণ্ডল