Coochbehar News: বিমান পরিষেবা চালু হতেই কোচবিহারে অ্যাপ্রোচ রোড সংস্কারের সিদ্ধান্ত

Last Updated:

বিমান পরিষেবা চলাচল শুরু হওয়ার পর থেকে কোচবিহারের এই অ্যাপ্রোচ রোডের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে।

+
title=

কোচবিহার: দীর্ঘদিন পর কোচবিহার থেকে আবার শুরু হল বিমান পরিষেবা। শুরুতেই যথেষ্ট সাড়া পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার জন্য কোচবিহার বিমানবন্দরের অ্যাপ্রচর রোড সংস্কারের সিদ্ধান্ত নিল প্রশাসন। দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকায় অ্যাপ্রোচ রোডটি খারাপ হয়ে গেছে।
কোচবিহার বিমানবন্দরের অ্যাপ্রচ রোড সংস্করণের বিষয়ে পিডব্লিউডি’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু দাশগুপ্ত জানান, বিমান পরিষেবা চলাচল শুরু হওয়ার পর থেকে কোচবিহারের এই অ্যাপ্রোচ রোডের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। এতদিন এই রাস্তাটি খুব একটা চওড়া ছিল না। তাই এই রাস্তাকে চওড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও রাস্তার দু’পাশে সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হবে। এতে কোচবিহার এয়ারপোর্টের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। দ্রুতগতিতে এই রাস্তা সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।
advertisement
advertisement
এদিকে আবার বিমান পরিষেবা শুরু হওয়ায় অত্যন্ত খুশি কোচবিহারের মানুষ। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অমলচন্দ্র রায় বলেন, দীর্ঘ সময় ধরে এই রাস্তাটির অবস্থা খুব একটা ভালো ছিল না। তখন বিমান পরিষেবাও বন্ধ ছিল এই এয়ারপোর্টে। তাই বিষয়টি নিয়ে এতোদিন মাথা ঘামানোর প্রয়োজন হয়নি। কিন্তু বিমান পরিষেবা চালু হওয়ার পর এই রাস্তার গুরুত্ব বেড়েছে। পাশাপাশি সৌন্দর্যায়নের ব্যবস্থা করলে বিমানবন্দরের পরিবেশ আরও মনোগ্রাহী হয়ে উঠবে বলে তিনি দাবি করেন।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: বিমান পরিষেবা চালু হতেই কোচবিহারে অ্যাপ্রোচ রোড সংস্কারের সিদ্ধান্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement