শুক্রবার সকালে আমতলা রোডের দিঘিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বিয়ে বাড়ির ফুল কেনার জন্য ওই বাইক আরোহীরা বারুইপুর কাছারিবাজারে আসছিল। এই দুর্ঘটনায় বাইকে থাকা দুই যুবকই গুরুতর আহত হয়। তাদের নাম বিভু দাস ও রাহুল দাস। বাড়ি কল্যানপুরে। দুর্ঘটনার পরই এলাকার মানুষ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাছারি বাজার ট্রাফিক গার্ডের ওসি সুকান্ত পুরকাইত। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বাইকের গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে বারুইপুর থানায় নিয়ে যায় পুলিশ।
advertisement
অর্পণ মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 8:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিয়ে বাড়ির ফুল কিনতে যাচ্ছিল, বাইক দুর্ঘটনায় শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হল দুই যুবককে