বাইকে করে অস্ত্র নিয়ে এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল দুই দুষ্কৃতী। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ। অভিযুক্তদের নাম রাজু বোড়াল, নিশান বাহাদুর। বাড়ি সোনারপুর ও জীবনতলা থানা এলাকায়।
আরও পড়ুন ঃ মর্মান্তিক, বেড়াতে এসেই সব শেষ! নদী কেড়ে নিল দুই বন্ধুকে
advertisement
চলতি মাসে বারুইপুরের বিভিন্ন এলাকা থেকে বারুইপুর থানার পুলিশ ৬ টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ৩৬ জন সমাজবিরোধীকে গ্রেফতার করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিটি এলাকায় রুটিন তল্লাশি চলবে বলে জানিয়েছেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক।
আগামী কয়েকদিনের মধ্যে বারুইপুর পুলিশ জেলার প্রতিটি থানা এলাকায় আসবে কেন্দ্রীয় বাহিনী। অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য এলাকায় এলাকায় পুলিশ রুটমার্চ শুরু হয়েছে। তার মধ্যে বাইপাস থেকে অস্ত্রসহ দুষ্কৃতী। ধৃত দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত দুজনের সঙ্গে কোন রাজনৈতিক যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
অর্পন মন্ডল






