South 24 Parganas News: মর্মান্তিক, বেড়াতে এসেই সব শেষ! নদী কেড়ে নিল দুই বন্ধুকে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:ANISH UDDIN MOLLA
Last Updated:
রামনগরে ঘুরতে এসে হুগলি নদীতে তলিয়ে মৃত্যু হল দুই বন্ধুর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৩ নং জেটি এলাকায়
ফলতা: বেড়াতে এসে নদীতে তলিয়ে মৃত্যু হল বেহালার দুই যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানা এলাকার ৩ নং জেটি সংলগ্ন এলাকায়।মৃত দুই যুবক অরিত্র বসু (৩৪) ও শানু প্রসাদ (৩৩)। দুজনেই বেহালা থানা এলাকার বাসিন্দা। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেহালা থেকে তিন যুবক ঘুরতে আসেন রামনগরের হুগলি নদী তীরবর্তী এলাকায়।
এরপর নদীতে স্নান করতে নামেন ৩ যুবক। বিপত্তি ঘটে এরপরেই জোয়ারের স্রোতে শানু ও অরিত্র দুজনেই তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর বন্ধু সন্তোষ চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসেন ততক্ষণে নদীর স্রোতের টানে তলিয়ে যায় দুজন। পরে খবর দেওয়া হয় রামনগর থানার পুলিশকে।
advertisement
ঘটনার খবর পেয়ে নদীতে দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পরে স্থানীয় মৎস্যজীবীরা নদী থেকে দুই যুবককে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাদের মৃত বলে জানায়।
advertisement
অন্যদিকে দেহ দুটি উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।তবে কিভাবে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক?সঙ্গে থাকা বন্ধু সন্তোষ বলেন তারা কেউই সাঁতার জানতনা জেরেই এই দুর্ঘটনা।অন্যদিকে ঘটনা খতিয়ে দেখে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2023 3:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মর্মান্তিক, বেড়াতে এসেই সব শেষ! নদী কেড়ে নিল দুই বন্ধুকে