স্থানীয় সূত্রে খবর লোডশেডিং হওয়ার পর একটা শব্দ শুনে দোকানের মালিক জলিল জামাদার বাইরে বের হয়ে দেখতে পায় তার দোকানের চালে আগুন জ্বলছে। তার চিৎকারে গ্রামবাসীরা এসে ঘটনাস্থলে এসে হাজির হয়। কিন্তু বিদ্যুতের তার থাকার ফলে কেউ সাহস করে আগুন নেভানোর কাজে হাত লাগাতে পারে নি। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের পাশের তেলে ভাজা দোকানে। সেখানে কিছু দাহ্য পদার্থ থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ৩ এক ধরে এই আগুন জ্বলে সেখানে।
advertisement
আরও পড়ুনঃ জেলায় ৩টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ১
স্থানীয় বাসিন্দাদের চোখের সামনেই ২ টো দোকান পুড়ে শেষ হয়ে যায়। বিধ্বংসী সেই আগুনে পুড়ে যায় দোকানের সমস্ত আসবাবপত্র, মালপত্র, ফ্রিজ, এলসিডি, গ্যাসের ওভেন সহ নগদ ২০ হাজার টাকা। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে জানিয়েছেন দোকানের মালিক জলিল জামাদার। এই আগুন লাগার ঘটনায় তিনি খুবই মর্মাহত বলে খবর। এই পরিস্থিতিতে তিনি সকলকে তাঁর পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন বলে জানা যাচ্ছে।
Nawab Mallick