বাইরে থেকে বীজ কিনতে হলে চাষিদের প্রচুর খরচ হয়। এছাড়া বীজ সংরক্ষণ না করলে কৃষকেরা একসময় আর বীজ নাও পেতে পারেন বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার সৌরদ্বীপ পিড়ি। উত্তম হালদার নামে এক কৃষক এই প্রশিক্ষণ সম্বন্ধে বলেন, বীজ সংরক্ষণের উপায় খুবই সোজা। যে বীজ সংরক্ষণ করা হবে সেই বীজের সবথেকে বড় শত্রু হল আদ্রর্তা ও তাপমাত্রা।
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে বিকট শব্দ! দুই লরির ভয়াবহ সংঘর্ষে ভাঙল রাস্তার ধারের দোকান, গুরুতর আহত ৩
পদ্ধতি সঠিক না হলে বীজ ছত্রাক ও পোকার আক্রমণে নষ্ট হয়ে যায়। ধান কাটার সময়ে ভাল উৎপাদিত ধানের কিছু পরিমাণ আলাদা করে নিতে হবে। সেই ধানের সঙ্গে অন্য প্রজাতির ধান মিশে আছে কিনা সেটাও দেখতে হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর যে পাত্রে ধান রাখা হবে সেই পাত্র প্রথমে ভালভাবে শুকিয়ে নিতে হবে। এরপর বীজ ঠিক মতো শুকোতে হবে, যাতে আদ্রর্তা ১২-১৩ শতাংশের নীচে থাকে। এরপর পাত্রে বীজ রাখার আগে বীজ ভালো মতো ঠাণ্ডা করে নিলেই কাজ হবে। এই পদ্ধতি অবলম্বন করলে পরবর্তী বছরের জন্য ধানবীজ সংরক্ষণ করা যাবে।





