পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর দুয়েক আগে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল সুজয় ও বসুমতি। কোনও রকম কর্মসংস্থান ছিল না সুজয়ের। তাঁদের একটা ৯ মাসের সন্তানও রয়েছে। আর সেই কারণেই সাংসারিক বিবাদ লেগেই ছিল পরিবারে। মূলত অভাবের কারণেই এই দম্পতি আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
আরও পড়ুন: মার্চের শুরুতেই ৩৬ ডিগ্রি তাপমাত্রা! জ্বালা ধরানোর ইঙ্গিত পুরুলিয়ায়
advertisement
এদিন সকালে সুজয় ও বসুমতির শিশু সন্তানের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরের দরজা খুলে দেখেন সুজয় ঘরের চালে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। দরজা খুলে ভিতরে ঢুকতেই সকলে দেখেন বসুমতির দেহ বিছানায় পড়ে। সে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রথমিক অনুমান স্থানীয়দের। সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
অর্পণ মন্ডল