আরও পড়ুন: রাইস মিলে মধ্যে সহকর্মীর মারে মৃত্যু শ্রমিকের
মঙ্গলবার কচুবেড়িয়া থেকে নৌকায় করে কাকদ্বীপ এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সুন্দরবন এলাকার তৃণমূল প্রার্থীরা। দিপালী ধারা বেড়া, অনিতা মাইতি, সন্দীপ কুমার পাত্রদের দেখা যায় কর্মী-সমর্থকদের নিয়ে নৌকায় চড়ে আসছেন।
এর পাশাপাশি সুন্দরবন এলাকার শাসক শিবিরে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আরও একটি ভিন্ন ছবি ধরা পড়েছে। তৃণমূলের প্রার্থীদের জয় কামনা করে নিজের দলীয় কার্যালয়ে বিশেষ পুজোর আয়োজন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
advertisement
মঙ্গলবার থেকে দক্ষিণ ২৪ পরগনায় পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়া শুরু করেছেন তৃণমূল প্রার্থীরা। এরমধ্যে কাকদ্বীপ, বজবজের মতো বেশ কিছু জায়গায় বিরোধীদের সঙ্গে শাসকদলের সংঘর্ষের খবর এসেছে। বজবজে তো ইতিমধ্যেই আবীর পর্যন্ত খেলে ফেলেছেন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। তবে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে মনোনয়ন জমা ঘিরে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে তাই প্রতিটি বিডিও, এসডিও অফিসের এক কিলোমিটার পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
সুমন সাহা