দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারাবৈদ্য গ্রামে। দল ছাড়ার পরেই রাতে তৃণমূলের আঞ্চলিক পার্টি অফিসেরও দখল নিয়েছে আইএসএফ। ওই পার্টি অফিসে থাকা তৃণমূলের পতাকা, ফেস্টুন খুলে আইএসএফের পতাকা লাগিয়ে দেয় দলত্যাগীরা। কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘ওরা কখনই তৃণমূলে ছিল না। আমাদের দলের টিকিট সাংগঠনিক সিদ্ধান্ত মেনে দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে ওরা আইএসএফ করেছে।’
advertisement
আরও পড়ুন ঃ দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন জমা দেওয়ার হিড়িক, জমা পরা মনোনয়নের সংখ্যা জানলে অবাক হবেন
আইএসএফের জেলা সহ সম্পাদক বাহাআলি মোল্লা বলেন, ‘তৃণমূল আইএসএফ সম্পর্কে ভুল বুঝিয়েছিল। আজ বিকল্প হিসেবে আইএসএফ উঠে এসেছে। তৃণমূল টাকার বিনিময়ে দুষ্কৃতীদের টিকিট দেয়। আমরা বুথস্তর থেকে সিদ্ধান্ত নিয়ে টিকিট দেব।’ অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার বলেন,‘ এই ব্লকে আইএসএফ বলে কিছু নেই। আমাদের কোন লোক আইএসএফে যোগ দেয়নি।’
নবাব মল্লিক