আরও পড়ুন: দুর্ঘটনা ঠেকাতে টোটো ধরপাকড়
এছাড়াও নিষেধাজ্ঞা থাকলেও অটো, টোটো মাঝেমধ্যেই হাইওয়েতে উঠে পড়ছে বলে জানা গিয়েছে। অনুমতি ছাড়াই রাস্তায় ছেয়ে গিয়েছে টোটো। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যখন তখন রাস্তায় যানজট হচ্ছে। দিনের পর দিন এই অবস্থার ফলে বিরক্ত সাধারণ মানুষ।
advertisement
দক্ষিণ ২৪ পরগনার স্থানীয় বাসিন্দাদেরও দাবি, বেআইনি গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হোক। এ নিয়ে এআরটিও সুভাশিস দত্ত জানান, স্থানীয় থানা ও মহাকুমা প্রশাসনের অনুমতি নিয়ে তাঁরা বেআইনি গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। এই অভিযান ভবিষ্যতেও চলবে। এদিকে পরিবহণ দফতর অভিযান শুরু করায় অটো ও টোটো চালকরা বিপাকে পড়েছেন। তাঁদের বক্তব্য, আইন মেনেই গাড়ি চালান। তাঁরা পরিবহণ দফতরকে নরম মনোভাব দেখানোর আরজি জানান।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2023 7:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাড়ছে বেআইনি গাড়ির দৌরাত্ম্য, অভিযানে নামছে পরিবহণ দফতর