TRENDING:

South 24 Parganas News: বাড়ছে বেআইনি গাড়ির দৌরাত্ম্য, অভিযানে নামছে পরিবহণ দফতর

Last Updated:

বেআইনি গাড়ির দৌরাত্ম্য বাড়ায় দক্ষিণ ২৪ পরগনায় অভিযানে নামতে চলেছে পরিবহন দফতর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবার ও কাকদ্বীপ মহাকুমার বিভিন্ন জায়গায় বাড়ছে বেআইনি গাড়ির দৌরাত্ম্য। সেই দৌরাত্ম্য ঠেকাতে অভিযানে নামতে চলেছে প্রশাসন। ইতিমধ্যে প্রায় সাতটি বেআইনি গাড়িকে আটক করা হয়েছে, বেশ কিছু গাড়িকে জরিমানাও করা হয়েছে।এই কাজ রুটিন মাফিক করা হচ্ছে বলে জানিয়েছেন এআরটিও সুভাশিস দত্ত। তিনি আরও জানান, বেআইনি অটো, টোটো মাঝেমধ্যেই অসুবিধার সৃষ্টি করছে। রুট ছেড়ে অনেকসময় বেরিয়ে আসছে তারা। অন্য রুটে যাতায়াত করছে মাঝেমধ্যেই।
advertisement

আরও পড়ুন: দুর্ঘটনা ঠেকাতে টোটো ধরপাকড়

এছাড়াও নিষেধাজ্ঞা থাকলেও অটো, টোটো মাঝেমধ্যেই হাইওয়েতে উঠে পড়ছে বলে জানা গিয়েছে। অনুমতি ছাড়াই রাস্তায় ছেয়ে গিয়েছে টোটো। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যখন তখন রাস্তায় যানজট হচ্ছে। দিনের পর দিন এই অবস্থার ফলে বিরক্ত সাধারণ মানুষ।

advertisement

View More

দক্ষিণ ২৪ পরগনার স্থানীয় বাসিন্দাদেরও দাবি, বেআইনি গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হোক। এ নিয়ে এআরটিও সুভাশিস দত্ত জানান, স্থানীয় থানা ও মহাকুমা প্রশাসনের অনুমতি নিয়ে তাঁরা বেআইনি গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। এই অভিযান ভবিষ্যতেও চলবে। এদিকে পরিবহণ দফতর অভিযান শুরু করায় অটো ও টোটো চালকরা বিপাকে পড়েছেন। তাঁদের বক্তব্য, আইন মেনেই গাড়ি চালান। তাঁরা পরিবহণ দফতরকে নরম মনোভাব দেখানোর আরজি জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাড়ছে বেআইনি গাড়ির দৌরাত্ম্য, অভিযানে নামছে পরিবহণ দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল