Hooghly News: দুর্ঘটনা ঠেকাতে টোটো ধরপাকড়

Last Updated:

যানজট ও দুর্ঘটনা কমাতে রাজ্য সড়কের উপর দিয়ে যাতায়াতকারী টোটো বাজেয়াপ্ত করল পরিবহন দফতর

হুগলি: দুর্ঘটনা ও যানজট কমাতে এবার রাজ্য সড়কে নিষিদ্ধ হল টোটো চলাচল। বিষয়টি কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে চাইছে পরিবহণ দফতর। নিয়ম না মেনে রাজ্য সড়কে যাতায়াতকারী টোটো এবং ইঞ্জিনভ্যানের বিরুদ্ধে শুরু হয়েছে অভিযান। তাতে আরামবাগে আটক করা হয় বেশ কিছু টোটো ও ইঞ্জিন ভ্যান।
রাজ্য সড়কে বেআইনি টোটো চলাচল ঠেকাতে বুধবার পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে অভিযানে নামে আরামবাগ থানার পুলিশ। বিবেকানন্দ মোড় সহ শহর এবং পার্শ্ববর্তী এলাকাতে এই অভিযান চালানো হয়। এদিন বেশ কয়েকটি টোটো এবং ইঞ্জিনভ্যানকে আটকও করা হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের উপর দিয়ে আড়াআড়িভাবে রাস্তা অতিক্রম করতে পারবে টোটো। কিন্তু শহরের এবং আশেপাশে এলাকায় দীর্ঘদিন ধরে রাজ্য সড়কের উপর দিয়ে এ ধরনের অসংখ্য গাড়ি যাতায়াত করার ফলে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। তাই কঠোর হয়েছে পরিবহন দফতর।
advertisement
advertisement
এই বিষয়ে পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, গত ৫ সেপ্টেম্বর একটি নির্দেশিকা এসছে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং বাস রোডে যে সমস্ত টোটো অবৈধভাবে চলাচল করছে এবং ইঞ্জিনভ্যান রাস্তায় যাতায়াত করছে সেই সমস্ত গাড়িগুলিকে বন্ধ করতে হবে। সেই নির্দেশিকা মেনে আজ থেকে শুরু হয়েছে অভিযান। অবৈধ টোটোগুলি যাতে যানজট সৃষ্টি না করে তা দেখা হচ্ছে। এই অভিযান প্রতিদিনই চলবে বলে তিনি জানান।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: দুর্ঘটনা ঠেকাতে টোটো ধরপাকড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement