TRENDING:

South 24 Parganas News: ম্যানগ্রোভ বাঁচাতে গরান, বকুল, গর্জনের চারা তৈরি করছে সুন্দরবনের গৃহবধূরা!

Last Updated:

নিজেদের সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভ নার্সারি তৈরিতে কোমড় বেঁধে লেগেছেন গ্রামের মেয়েরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে সুন্দরবনের নদীতে নৌকা করে কাঁকড়া-মাছ ধরে জীবন চলে জবা, বর্ণালি, সুপর্ণা, সন্তোষী, দেবী, বীণাদের। সুন্দরবনের ঝড়-ঝঞ্ঝা, বিপদকে মাথায় নিয়ে চলে এঁদের জীবনযাত্রা। নিজেদের সুন্দরবনকে বাঁচাতে এরাই ম্যানগ্রোভ নার্সারি তৈরিতে লেগেছেন কোমড় বেঁধে। সুন্দরবনের মৈপীঠে তাঁদের তৈরি গাছের চারা পরবর্তীতে বসানো হবে সুন্দরবনের বিভিন্ন নদীর পাড়ে।
advertisement

আরও পড়ুন: ছৌ নাচ থেকে আদিবাসী নৃত্য, দুর্গাপুজোর কার্নিভালে রঙিন রাজপথ

মৈপীঠের নিম্নবিত্ত পরিবারে বাস জবা, বর্ণালি, সুপর্ণাদের। নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। স্বামীর সঙ্গে তাঁরাও গভীর নদীতে নৌকা বা ডিঙা নিয়ে চলে যান মাছ-কাঁকড়ার সন্ধানে। প্রতি পদে পদে যেখানে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ হানতে পারে তাঁদের উপর। এই মাছ-কাঁকড়া ধরার ফাঁকে এঁরা নেমেছেন ম্যানগ্রোভের চারা তৈরিতে। চিতুরি বনদফতরের অফিসের সামনেই নদীর পাড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে তাঁদের কাজ। তারপর ঘরে ফিরে হেঁসেল সামলে ছেলে-মেয়েদের নিয়ে চলে জীবনসংগ্রাম।

advertisement

আরও পড়ুন: বেআইনি নির্মাণ রুখতে সক্রিয় প্রশাসন! ডায়মন্ডহারবারে চলল বুলডোজার

View More

কারও বাড়ির মাটির, কেউবা থাকেন নদীর বাঁধের পাড়ে, খড়ের ছাউনির ঘরে। সংসারে অভাবের ছাপ স্পষ্ট। মৎস্যজীবী এক বধূ জানান, “১৫ কাঠা জমিতে নার্সারি তৈরি হচ্ছে। সুন্দরী, কাতরা, গরান, বকুল, গর্জন, কেওড়া গাছের নার্সারি তৈরি হবে। তিনমাস পর গাছের চারা বড় হয়ে গেলে নদীর পাড়ে পাড়ে বসানো হবে। দক্ষিণ ২৪ পরগনা বনদফতর আমাদের এই কাজ দিয়েছে।” পাশাপাশি আরো বলেন, “বাঘ দেখা আমাদের নিত্যকার ঘটনা বাঘের আতঙ্ককে সঙ্গে নিয়েই মাছ-কাঁকড়া ধরতে বেরোই। মেয়েকে কলেজে ভর্তি করেছি এই কাজ করেই। আমাদের সেই সুন্দরবনকে বাঁচাতেই চাই আরও ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ বাঁচলে সুন্দরবন থাকবে। আর সুন্দরবন থাকলেই তবেই আমরা বাঁচবো।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ম্যানগ্রোভ বাঁচাতে গরান, বকুল, গর্জনের চারা তৈরি করছে সুন্দরবনের গৃহবধূরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল