আরও পড়ুন: কেষ্ট তিহারে, বাংলার রাজনীতিতে ফিরল ‘গুড়-বাতাসা’
চারিদিকে যখন জনপ্রতিনিধিদের বৈভব উপচে পড়ছে সেখানে দক্ষিণ ২৪ পরগনার এই পঞ্চায়েত সদস্য নিঃসন্দেহে এক উজ্জ্বল ব্যতিক্রম। আগের দু’বার তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জিতেছেন। এবারেও তাঁকে টিকিট দিয়েছে শাসক দল। সাদামাটা জীবন যাপন করা অপর্ণার বিশ্বাস তিনি এবারও জিতবেন।
advertisement
তবে ভোটের লড়াইয়ের থেকে প্রতিদিন জীবনে অনেক বেশি কঠিন লড়াই লড়েন অপর্ণা। বাড়িতে তাঁর অসুস্থ স্বামী। সংসার চালাতে মাঝেমধ্যেই লোকের বাড়ি কাজ করতে হয়। এমন আর্থিক দুরবস্থার মধ্যেও তাঁর বিরুদ্ধে কেউ নয়া পয়সা এদিক-ওদিক করার অভিযোগ তুলতে পারেনি গত ১০ বছরে। বিয়ে হওয়ার আগে তিনি কংগ্রেস করতেন। তবে বিয়ের পর স্বামীর হাত ধরে তৃণমূলের রাজনীতির সঙ্গে পরিচিত হয়ে ওঠেন এই প্রার্থী। জানান, যা পেয়েছেন নিয়ম মেনে তা গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন। নিজের জন্য কিছুই রাখেননি। যে কোনও বিপদে-আপদে গ্রামবাসীর পাশে থেকেছেন। তাই তাঁর বিশ্বাস এবারও ভোট দিয়ে তাঁকেই জেতাবে গ্রামের মানুষ।
নবাব মল্লিক