ইতিমধ্যে সুন্দরবনের (South 24 Parganas News) সজনেখালিতে, বাঘ গননার পদ্ধতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ করা হয়েছে বনকর্মীদের। সুন্দরবনে বিগত বাঘ গননায় বাঘের সংখ্যা উঠে এসেছিল মাত্র ৯৬ টি। এদিকে সুন্দরবনের বসিরহাট রেঞ্জ, সজনেখালি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি রেঞ্জ, ন্যাশনাল পার্ক ইস্ট রেঞ্জ ও ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জের বনকর্মীদের সাথে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের অন্তর্ভুক্ত মাতলা রেঞ্জ, রায়দিঘি রেঞ্জ ও রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা অংশ নিয়েছে এই বাঘ গননার কাজে। পাঁচই ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় ক্যামেরা বসানোর কাজ শুরুর কথা থাকলেও, প্রাকৃতিক দুর্যোগের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। মোট ১৪৯৬ টি উন্নত মানের ক্যামেরা বসানো হবে সুন্দরবনের জঙ্গলের বিভিন্ন প্রান্তে। আর এই কাজ ৩৫ দিনের মধ্যেই সম্পন্ন করা হবে।
advertisement
এর জন্য ১০টি বিশেষ দল তৈরি করা হয়েছে। প্রতিটি দলে ১২ থেকে ১৪ জন করে সদস্য থাকছেন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প (South 24 Parganas News) এলাকাতে ১২০০ টি ক্যামেরা বসানো হবে। আর বাকি ক্যামেরা দিয়ে সাহায্য করছে ডাবলু ডাবলু এফ। একই ভাবে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের অন্তর্গত অঞ্চলে, ১৩৬ টি পয়েন্ট এ বসানো হবে বাঘ গননার ক্যামেরা। আর এই ক্যামেরা বসানোর কাজ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। ফলে কয়েক মাস পরেই নির্ধারণ হয়ে যাবে সুন্দরবনের বাঘের সংখ্যা আগের থেকে বৃদ্ধি পেয়েছে কিনা! যদিও বাঘের আক্রমণের শিকার গত কয়েক মাসে যে হারে বেড়েছে, তাতে স্থানীয় মানুষদের অনুমান বাঘের সংখ্যায় আগের থেকে অনেকটাই বৃদ্ধি ঘটেছে। এখন জীবনের ঝুঁকি নিয়েই বনকর্মীরা পালা করে ক্যামেরা লাগাতে যাচ্ছেন জঙ্গলে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলেই উঠে আসবে বর্তমানে সুন্দরবনের বাঘের সংখ্যা ঠিক কত।
Rudra Narayan Roy






