অন্ধকারের সুযোগে বেশ কয়েকজন দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। ধৃতদের নাম রবি চ্যাটার্জি, শ্রীদাম নস্কর ও জাহাঙ্গীর লস্কর বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও দুটি ওয়ান সাটার বন্দুক। এছাড়াও সাতটি ৭.৬ বোরের তাজা কার্তুজ ও দুটি.৭ এমএম তাজা কার্তুজ। এছাড়াও উদ্ধার রয়েছে একটি ভজালী ও একটি চপার।
advertisement
আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে এই পেশা! মাথায় হাত পড়েছে কুটির শিল্পীদের
ধৃতদেরকে জেরা করে জানা যায়, গত ২৭ জুলাই বারুইপুর বলরামপুরে তপসিয়ার ব্যবসায়ীর শেখ নাসির উদ্দিনের কাছ থেকে ছিনতাই হওয়া ষাট হাজার টাকার মধ্যে ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৯৯, ৪০২ ও ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তুলবে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ও এসডিপিও অতীশ বিশ্বাস ।
অর্পণ মণ্ডল