আরও পড়ুন: রাখে হরি তো মারে কে! যন্ত্রণা থেকে মুক্তি পেতে গঙ্গায় ঝাঁপ বৃদ্ধার, তবু প্রাণে বেঁচে গেলেন
তৃণমূলের অভিযোগ, ভোট গণনা চলাকালীন কুলপির তৃণমূল নেতা কুদ্দুস আলি মোল্লার বাড়িতে হামলা করে একদল আইএসএফ কর্মী সমর্থক। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ওই আইএসএফ কর্মীরা কোনও কথা শোনেনি। সেই ঘটনাতেই ওই তিনজনকে গ্রেফতার করা হয়। কুদ্দুস আলি মোল্লা তৃণমূলের বিদায়ী উপপ্রধান। এবারে তাঁকে দল পঞ্চায়েত সমিতিতে টিকিট দিয়েছিল। তিনি জিতেছেন। তবে কুলপির রমজাননগর গ্রাম পঞ্চায়েতের আসনে জয়ী হয় আইএসএফ। তারপরেই এই গন্ডগোল বাঁধে।
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা আছে এলাকায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে পেশ করা হয়।
নবাব মল্লিক