Hooghly News: রাখে হরি তো মারে কে! যন্ত্রণা থেকে মুক্তি পেতে গঙ্গায় ঝাঁপ বৃদ্ধার, তবু প্রাণে বেঁচে গেলেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
দীর্ঘ রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার। কিন্তু শেষ মুহূর্তে বেঁচে গেল প্রাণ
হুগলি: কোথায় আছে, রাখে হরি তো মারে কে! বৃদ্ধা স্বপ্ন মালিকের অবস্থা অনেকটাই সেইরকম। তিন বছর ধরে পেটের অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন। শেষে সহ্য করতে না পেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন স্বপ্না মালিক (৬০)। ভাবনা অনুযায়ী কাজ করেও ফেলেছিলেন। কিন্তু স্থানীয় যুবকদের তৎপরতায় একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন ওই বৃদ্ধা। ঘটনাটি শেওড়াফুলি এলাকার।
এই বৃদ্ধার বাড়ি হুগলিরই নসিবপুরে। তাঁকে উদ্ধার করার পর নিজের মুখেই সব কথা স্বীকার করেন স্বপ্নাদেবী। জানা যায়, জীবন শেষ করার উদ্দেশ্য নিয়েই বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হন তিনি। শেওড়াফুলি ফেরিঘাটে এসে দু’বার ফেরি পারাপার করেন। সুযোগ খুঁজছিলেন কীভাবে নদীতে ঝাঁপ দেওয়া যায়। স্থানীয়রা বিপদ আঁচ করতে পেরে তাঁকে একবার নদীর পাড় থেকে সরিয়ে দেয়। এরপর পাশের ঘাটে যান। ওই জায়গাটা কিছুটা ফাঁকা থাকার সুযোগ নিয়ে তিনি নদীতে ঝাঁপ দেন। বিষয়টি স্থানীয় দুই যুবকের নজরে পড়ে। তারাও সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে। উদ্ধারকারীরাই এরপর পুলিশের খবর দেয়। পুলিশ এসে স্বপ্না মালিককে নিয়ে যায়।
advertisement
advertisement
এদিকে ওই বৃদ্ধার নাতি জানান, গত তিন-চার বছর ধরে দিদা অসম্ভব পেটের যন্ত্রণায় ভুগছে। আজ সকালে গঙ্গা স্নানের কথা বলে বাড়ি থেকে বের হন। তারপর দুপুরে থানা থেকে ফোন করে গোটা ঘটনা জানানো হয়। এরপর তাঁরা এসে দিদাকে বাড়ি নিয়ে যান বলে জানা গিয়েছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 7:03 PM IST
