TRENDING:

West Bengal news: দেড়শো বছর আগে মানুষের দাবিতে তৈরি হয় এই পৌরসভা, সার্ধ্ব শতবর্ষে উদযাপনে নানা কর্মসূচি

Last Updated:

West Bengal news: দেড়শো বছরে পা দিল রাজপুর-সোনারপুর পুরসভা৷ প্রথমে বেহালায় তৈরি হয়েছিল সাউথ সুবার্বান মিউনিসিপালিটি৷ যার বিস্তার ছিল জয়নগর পর্যন্ত৷ ১৮৭০ সালে উন্নত পরিষেবার দাবিতে তৈরি হয় জয়নগর পৌরসভা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দেড়শো বছরে পা দিল রাজপুর-সোনারপুর পুরসভা৷ প্রথমে বেহালায় তৈরি হয়েছিল সাউথ সুবার্বান মিউনিসিপালিটি৷ যার বিস্তার ছিল জয়নগর পর্যন্ত৷ ১৮৭০ সালে উন্নত পরিষেবার দাবিতে তৈরি হয় জয়নগর পৌরসভা৷ উন্নত পরিষেবার দাবিতে রাজপুরের মানুষ আন্দোলন করেন৷ তাদের দাবি নিয়ে আদালতেও যান৷ জয়ী হন তাঁরা৷ তখনও বাংলায় সিপাহী বিদ্রোহের রেশ কাটেনি৷ এরইমধ্যে ১৮৭৬ সালে ১লা এপ্রিল মাত্র পাঁচটি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছিল এই পৌরসভা৷
advertisement

রাজ্যে প্রবল শক্তিশালী ঘূর্ণাবর্ত! বাংলার বহু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের চরম সতর্কতা

স্থানীয় জমিদার নবীন চন্দ্র ঘোষ পৌরসভা তৈরির জন্য জমি দান করেন৷ রাজপুর বাজার প্রসিদ্ধ ছিল৷ তারই নামে পৌরসভার নামকরণ হয়৷ তখন জেলা কালেক্টর পৌরসভা চালাতেন৷ ভাইস চেয়ারম্যান হতেন এলাকার কোনও বিদ্ধজন৷ ১৯১২ সালে প্রথম চেয়ারম্যান হন শ্যামাচরণ চক্রবর্তী৷ জনসংখ্যা বৃদ্ধির কারণে ৫টি থেকে বেড়ে ১৪টি ওয়ার্ড হয়৷ ১৯৯৩ সালে সোনারপুর, বোড়াল, গড়িয়া অঞ্চলের অন্তর্ভুক্তি হয়৷ নাম বদল করে রাজপুর সোনারপুর পৌরসভা নামকরণ হয়৷ তখন ওয়ার্ড সংখ্যা বেড়ে হয় ২৯টি৷ ২০০৯ সালে ওয়ার্ড সংখ্যা আরও বেড়ে হয় ৩৫টি৷

advertisement

আরও পড়ুন: ঝড়বৃষ্টিতে যতই বাজ পড়ুক, এই গাছ থাকলে কিচ্ছু হবে না! প্রাণ বাঁচাতে অব্যর্থ

View More

পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, এই উপলক্ষ্যে এক বছর ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ একটি বর্ণাঢ্য পদযাত্রারও আয়োজন করা হয়৷ পুরসভার প্রধান কার্যালয় হরিনাভি থেকে রথতলা পর্যন্ত যায় এই পদযাত্রা৷ যেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়৷ পৌরসভার কর্মীরা, সেল্ফ হেল্ফ গ্রুপের মহিলারা ও সমস্ত পৌরপিতা ও পৌরমাতাগণ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেড়শো বছর উদযাপন করতে উন্নয়নের নানান কাজকর্মের পাশাপাশি নানান অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পৌরপিতা পল্লব কুমার দাস৷ স্মৄতিচারণ করতে গিয়ে তিনি বলেন একসময় এখানে জঞ্জাল ফেলার জন্য মহিষের গাড়ি ব্যবহার করা হত৷ তারপর আসে ঘোড়ার গাড়ি৷ বিবর্তন হয়ে আজ অত্যাধুনিক নানান গাড়ি ও সরঞ্জাম ব্যবহার করা হয় বলে জানান তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
West Bengal news: দেড়শো বছর আগে মানুষের দাবিতে তৈরি হয় এই পৌরসভা, সার্ধ্ব শতবর্ষে উদযাপনে নানা কর্মসূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল