ধৃত বেজিকে জিজ্ঞাসাবাদ করে কয়েকদিন আগে বহড়ুর একটি চুরির ঘটনার কিনারা করে ফেলেছে পুলিশ। বেজির ঢোলা থানার মিলন মোড় এলাকর বাড়ি থেকে আগের চুরির ঘটনায় খোয়া যাওয়া দুটি সোনার হার ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করেছে জয়নগর থানার পুলিশ। এছাড়াও জানা গিয়েছে, গত বছর জয়নগর-মজিলপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তিলি পাড়ায় এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় জেল খেটেছিল বেজি। কিন্তু ছাড়া পেতেই সে আবার পুরনো চুরির পথ বেছে নেয়। পুলিশের অনুমান তাকে জেরা করে আশেপাশের এলাকার আরও বেশ কিছু চুরির ঘটনার কিনারা করে ফেলা যাবে।
advertisement
আরও পড়ুন: অসমের ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ কোচবিহারের পরিযায়ী শ্রমিক
ঘটনা হলো বেশ কিছুদিন ধরে জয়নগরে চুরির ঘটনা ব্যাপক বেড়ে গিয়েছে। বিভিন্ন এলাকায় গৃহস্থের বাড়িতে চুরির একের পর এক অভিযোগ আসছিল জয়নগর থানায়। এই পরিস্থিতিতে জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জির নির্দেশে জয়নগর থানার এসআই দিগন্ত মণ্ডল ও এসআই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। ওই দলটিই হাতেনাতে ধরে কুখ্যাত চোর বেজিকে।
সুমন সাহা