এলাকায় পুজো দেখতে বেরিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয় গঙ্গাসাগরের তপোবন থেকে। সোমবার সকালে গঙ্গাসাগর উপকূল এলাকায় ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন- AC, কুলারের প্রয়োজন নেই! একটুকরো বরফই করে দেবে আপনার ঘর ঠান্ডা, জানুন কীভাবে
আরও পড়ুন- বউবাজারের কাজ শেষ হবে চলতি বছরেই, আশ্বাস রেল বোর্ডের
পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম মানস পাত্র(১৭)।বাড়ি সাগরের ধবলাট রাজপুর এলাকায়। রবিবার সন্ধ্যায় মেলা দেখতে বেরিয়েছিল মানস। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরার বাড়ির লোক এদিক ওদিক খোঁজাখুঁজি করেও কোন খোঁজ পায়নি। পরের দিন সকালে সাগরের তপোবন এলাকায় স্থানীয় লোকজন সমুদ্র তটে একটি মৃতদেহ উপুড় হয়ে থাকতে দেখে। গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
advertisement
বিশ্বজিৎ হালদার